Bike Accident: কাজ সেরে আর ফেরা হল না যুবকের, বাড়ির কাছে এসে থেমে গেল জীবনের চাকা!
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Bike Accident: বাসন্তী হাইওয়েতে বামনপুকুরের কাছে একটি মিনি ট্রাক বিক্রম মান্নার বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের
উত্তর ২৪ পরগনা: রাতে কাজ সেরে বাড়ি ফেরা হল না, মর্মান্তিক মৃত্যু হল যুবকের। বাসন্তী হাইওয়ের উপর পথ দুর্ঘটনায় মৃত্যু হল বছর কুড়ির তরতাজা বিক্রম মান্নার। রাতে ল্যাব থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি এসে যাওয়ার পর একটি মিনি ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় বাইক আরোহী এই যুবকের।
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার মিনাখাঁর বামুনপুকুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। বাসন্তী হাইওয়েতে বামনপুকুরের কাছে একটি মিনি ট্রাক বিক্রম মান্নার বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।
advertisement
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে এক বাইক চালক ঘটকপুকুর থেকে মালঞ্চর দিকে যাচ্ছিলেন। উল্টো দিক থেকে আসা একটি মিনি ট্রাক বামুনপুকুর পেট্রোল পাম্পের সামনে ওই বাইক চালককে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে ওই বাইক চালক রাস্তার উপর ছিটকে পড়েন। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে মিনাখাঁ থানার পুলিশ।
advertisement
পুলিশকর্মীরা ওই যুবককে উদ্ধার করে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে মৃত বিক্রম মান্নার বাড়ি মিনাখাঁর জয়গ্রাম বগীরহুলা এলাকায়। তিনি মালঞ্চ বাজারে একটি ল্যাবে কাজ করতেন। প্রতিদিনের মত সোমবার রাতেও বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 20, 2024 1:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bike Accident: কাজ সেরে আর ফেরা হল না যুবকের, বাড়ির কাছে এসে থেমে গেল জীবনের চাকা!