নিখোঁজ দম্পতির বিষয়ে খোঁজ করতে গিয়ে জানা গিয়েছে, তাঁরা কথামত ডাক্তার দেখিয়েছিলেন। কিন্তু তারপর থেকেই আর সন্ধান নেই। ওদিকে ওই নিখোঁজ দম্পতির ছেলে দেবাশিস বর্মন বাইরে থাকেন। পড়াশোনা ও কাজ দুই’ই বাইরে। বাবা-মার নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে তিনি বিন্দুমাত্র আলোকপাত করতে পারেননি। বিষয়টি জেনে তিনি বাড়ি ফিরে আসেন।
আরও পড়ুন: নৌকার হাল ধরলেন সন্দেশখালির রেখা, বসিরহাটে বিজেপির হাল ধরতে পারবেন?
advertisement
এদিকে পুলিশের কাছে মিসিং ডায়েরি করা হয়েছে। কিন্তু তারা ওই দম্পতির কোনওরকম সন্ধান দিতে পারেনি। এদিকে মা-বাবা হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় দেবাশিসবাবু ছোট ভাইকে নিয়ে চরম বিপাকে পড়েছেন। বাবা-মা ছাড়া তাঁদের সংসার একপ্রকার ভেসে যাওয়ার অবস্থায় দাঁড়িয়েছে।
সার্থক পণ্ডিত
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 24, 2024 6:26 PM IST