Lok Sabha Election 2024: নৌকার হাল ধরলেন সন্দেশখালির রেখা, বসিরহাটে বিজেপির হাল ধরতে পারবেন?
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Lok Sabha Election 2024: চমক দিয়ে এবার বিজেপি বসিরহাট কেন্দ্রে প্রার্থী করেছে সন্দেশখালির অন্যতম অভিযোগকারী তথা আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্রকে
উত্তর ২৪ পরগনা: ভোট প্রচারের মাঝপথে নৌকার হাল ধরলেন সন্দেশখালির রেখা পাত্র। বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী সেতু তৈরির দাবিতে সোচ্চার হলেন।
চমক দিয়ে এবার বিজেপি বসিরহাট কেন্দ্রে প্রার্থী করেছে সন্দেশখালির অন্যতম অভিযোগকারী তথা আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্রকে। সন্দেশখালি মূলত সুন্দরবন পার্শ্ববর্তী অঞ্চলের নদীবেষ্ঠিত দ্বীপ এলাকা। এখানে জল-জঙ্গলে, নদীপথে প্রবল সংগ্রামের মধ্য দিয়ে জীবনযাপন করতে হয় সাধারণ মানুষকে। সেই সন্দেশখালির রেখার হাত ধরে প্রথমবারের জন্য বসিরহাট লোকসভা দখলের স্বপ্ন দেখছে গেরুয়া শিবির।
advertisement
আরও পড়ুন: সানাই শুনিয়ে জঙ্গিপুরে বাজিমাত করবে বিজেপি?
advertisement
বিজেপি প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করার পর থেকেই লাগাতার প্রচার করে চলেছেন রেখা পাত্র। তবে শুধুমাত্র নৌকার হাল ধরলেনই নয়, নৌকার হাল ছেড়ে দ্বীপ এলাকার সাধারণ মানুষ যাতে সহজে সড়কপথে বসিরহাট শহরে যোগাযোগ করতে পারে তার জন্য সেতু তৈরির দাবি তুলেছেন এদিন। জানিয়েছেন প্রার্থী হিসেবে নির্বাচিত হলে তিনি সন্দেশখালির মানুষের সুবিধার জন্য সেতু তৈরির দাবিতে সোচ্চার হবেন, প্রকল্পের টাকা দিল্লি থেকে আদায় করে আনবেন।
advertisement
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 24, 2024 6:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: নৌকার হাল ধরলেন সন্দেশখালির রেখা, বসিরহাটে বিজেপির হাল ধরতে পারবেন?