TRENDING:

North Dinajpur News: KBC-গিয়েই 'কোটিপতি'! রাতারাতি ঘুরল ভাগ্যের চাকা! পরি‌যায়ী শ্রমিক মিন্টুর কাহিনি শুনলে আঁতকে উঠবেন

Last Updated:

North Dinajpur News: কেবিসিতে গিয়েই ২৫ লক্ষ টাকা জিতে তাক লাগিয়ে দিয়েছে স্কুল ড্রপ আউট মিন্টু সরকার। ইতিমধ্যে শো-এর হট সিটে বসে বিগ বির সামনে ১৩ টি প্রশ্নের উত্তর দিয়ে অবাক করেছে পেশায় পরিযায়ী শ্রমিক মিন্টু।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: কেবিসিতে গিয়েই কোটিপতি না হলেও লাখপতি হয়ে গেলেন রায়গঞ্জের প্রত্যন্ত গ্রামের মিন্টু সরকার। কেবিসিতে গিয়েই ২৫ লক্ষ টাকা জিতে তাক লাগিয়ে দিয়েছে স্কুল ড্রপ আউট মিন্টু সরকার। ইতিমধ্যে শো-এর হট সিটে বসে বিগ বির সামনে ১৩ টি প্রশ্নের উত্তর দিয়ে অবাক করেছে পেশায় পরিযায়ী শ্রমিক মিন্টু। মিন্টুর এই সাফল্যে স্বভাবতই খুশি পরিবার থেকে শুরু করে গোটা গ্রাম।
advertisement

উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের ২ নম্বর জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যাওনিয়া এলাকায় পাড়ার অত্যন্ত গরীব পরিবারের ছেলে মিন্টু। বাবার শারীরিক অসুস্থতার কারণে সংসারের হাল ধরতে পরিযায়ী শ্রমিকের কাজ শুরু করেন মিন্টু। তেমন পড়াশোনা না জানলেও দেশ-বিদেশের বিভিন্ন বিষয়ে মিন্টু জানার আগ্রহ ছিল প্রবল। তাই ইন্টারনেটের মাধ্যমে এইসব খবর রাখত মিন্টু। টিভিতে কৌন বনেগা ক্রোড়পতি দেখত মিন্টু।

advertisement

আরও পড়ুন- চরম অভাগা অভিনেত্রী…! বিয়ে না করেই আজীবন ‘বিধবা’ থেকে গেলেন, নরকযন্ত্রণায় জীবনটাই অকালে শেষ! বলুন তো কে এই নায়িকা?

মা একদিন মিন্টুকে বলে এসব দেখে কি হবে ওখানে যেতে পারবি। মায়ের এই কথা শুনেই সেখানে যাওয়ার জেদ চাপে মিন্টুর। শুরু হয় প্রস্তুতি পর্ব। ইউটিউবে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও দেখার পাশাপাশি নিয়মিত পেপার পড়ত পাশাপাশি দেশ বিদেশের বিভিন্ন খবরা খবর দেখার প্রতি তার আগ্রহও বেড়ে গিয়েছিল।

advertisement

View More

আরও পড়ুন-মাত্র ৭ দিনেই ভ্যানিশ থলথলে চর্বি! মুখে রাখুন খালি এক টুকরো, নিংড়ে বার করবে পেটের নোংরা ময়লা, ‘সুগার’ থাকলে ভুলেও ছোঁবেন না…

মোবাইল ঘেটে সমস্ত কিছু দেখে অ্যাপ্লাই করে মিন্টু। বিভিন্ন প্রক্রিয়া সম্পূর্ণ করার পরেই অবশেষে নভেম্বর মাসে কেবিসি থেকে ফোন আসে মিন্টুর কাছে। নভেম্বর মাসে ১৩ তারিখে মা-কে নিয়ে মিন্টু পাড়ি দেয় সুদূর মুম্বইয়ে। প্রথমদিকে নার্ভাস হলেও বিগ বির সামনে বসে কনফিডেন্স হারায়নি অত্যন্ত গ্রামের ছেলে মিন্টু। মোট তেরোটি প্রশ্নের উত্তর দিয়ে জিতে নেয় ২৫ লক্ষ টাকা। মিন্টুর এই সাফল্যে খুশির আবহ গোটা গ্রাম জুড়ে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Dinajpur News: KBC-গিয়েই 'কোটিপতি'! রাতারাতি ঘুরল ভাগ্যের চাকা! পরি‌যায়ী শ্রমিক মিন্টুর কাহিনি শুনলে আঁতকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল