মালদহের হবিবপুর ব্লকের আইহো বাবুপাড়া গ্রামের এই থিম হার মানাবে শহরের বিগ বাজেটের পুজো থিমকে। তালপাতা, নারকেলের ছোবড়া, কাগজ ইত্যাদি সামগ্রী ব্যবহার করে তৈরি হচ্ছে মণ্ডপসজ্জা। বর্তমানে যেখানে যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক সাজসজ্জায় তৈরি হচ্ছে একাধিক রকম নামিদামি থিম। সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যন্ত গ্রামের এই থিমের চিন্তাভাবনা একেবারে অতুলনীয়। থিমের মাধ্যমে সমাজে পরিবেশ বান্ধবের বার্তা দিতে বাবুই পাখির ইতি কথা ফুটিয়ে তোলা হচ্ছে মণ্ডপসজ্জায় বলে জানান থিমের কাজে কর্তব্যরত গ্রামবাসী।
advertisement
থিম তৈরির দায়িত্বে থাকা মালদহের এক গ্রামবাসী জয়দীপ সরকার জানান, “খুব বড় কোনও বাজেট নয় ছোট্ট এই গ্রামে ১০০-২০০ টাকা করে চাঁদা তুলেই এই পুজোর থিম তৈরি করা হচ্ছে। মায়ের প্রতিমা থেকে শুরু করে সমস্ত কিছুতে তালপাতা দিয়ে কাজ করা হয়েছে। নিজেদের চিন্তা ভাবনা দিয়ে সকলে মিলে এই কাজ করছি। প্রায় দুই লক্ষ টাকার বাজেট হিসেবে রয়েছে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমান আধুনিক যুগে শিল্প বিপ্লবের ফলে যেখানে বিলুপ্তপ্রায় একাধিক প্রজাতির পাখি। আধুনিকতার ছোঁয়ায় কংক্রিটের অট্টালিকায় ভরে উঠছে শহর থেকে গ্রাম। সেই জায়গায় দাঁড়িয়ে পরিবেশ বাঁচাতে প্রত্যন্ত গ্রামের দুর্গাপুজো থিমের এমন চিন্তাভাবনা নজর কাড়বে জেলার দর্শনার্থীদের।