পাশাপাশি কুড়মি ও অন্যান্য জাতিগোষ্ঠীর স্বীকৃতির দাবিও জানান তিনি। কৈলাস বিজয়বর্গীয়র মন্তব্যকে কটাক্ষ করেও মীনাক্ষী বলেন, ''এটা ওদের সংস্কৃতি। ভারতবর্ষে এমন হয় না। উনি ভারতবর্ষের বাইরের কথা বলছেন।''
আরও পড়ুন: কেষ্টর বীরভূমে তৃণমূলে বড় ভাঙন! কোন দলে যোগ দিলেন সকলে? নাম শুনলেই অবাক হয়ে যাবেন
advertisement
এর আগেও প্রশাসনের উদ্দেশ্যে তীব্র আক্রমণ শানিয়েছেন বাম নেত্রী। সেই সূত্রে প্রশাসনিক আধিকারিকদেরও আক্রমণ করেন বামেদের নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তাঁর দাবি, সরকারি সমস্ত প্রকল্পের টাকা লুটেপুটে খাচ্ছে শাসক তৃণমূল। কিন্তু ওই ঘটনার জন্য শাসক দলের নেতৃত্ব যতটা না দায়ী, তার থেকেও বেশি দায় প্রশাসনিক কর্তাদের।
আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে 'যুক্ত' গৌতম তান্তিয়ার! কে তিনি? তাজ্জব ইডি! কুন্তলের কাণ্ডে তোলপাড়
কখনও একশো দিনের কাজের বেতন নিয়ে কথা বলেছেন তো কখনও আবার কেন্দ্রীয় সরকারকে জনবিরোধী বলে আক্রমণ শানিয়েছেন মীনাক্ষী। একই সঙ্গে আবাস যোজনার ঘর দেওয়ার ক্ষেত্রেও দুর্নীতি হচ্ছে বলেও দাবি করে মীনাক্ষী বলেন, “আমরা ভয় পেয়ে গর্তে ঢুকে যাইনি। আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করছি। আবাস যোজনার ঘরের তালিকা স্বচ্ছ ভাবে প্রকাশ করতে হবে, না হলে আমরা বামেরা কিন্তু রাজ্য জুড়ে আন্দোলন গড়ে তুলতে পিছু হটবে না।”