Hilsa Fish: খাবারের পাতে নয়, দুর্গাপুজোর থিমে এবার ইলিশ মাছ! জেলার বুকে অভিনব মণ্ডপসজ্জা, না দেখলে বড় মিস
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Hilsa Fish: দুর্গাপুজোর থিমে উঠে এল ইলিশ মাছ। ডায়মন্ড হারবারের এই পুজো মণ্ডপে রুপোলি শস্য বাঁচানোর বার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গেই মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষের জীবিকা, জীবনযাপন, লড়াই সহ মৎস্যজীবীদের জীবনের বিভিন্ন দিকও তুলে ধরা হয়েছে।
ডায়মন্ড হারবার, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিকঃ খাবারের মেনু নয়, এবার পুজোর থিমে এবার উঠে এল ইলিশ। রুপোলি শস্যকে বাঁচানোর বার্তা দিতে বেছে নেওয়া হয়েছে এই থিম। ডায়মন্ড হারবারের নিউটাউন সর্বজনীন দুর্গোৎসব কমিটির এই বছরের নিবেদন ‘বহমান’।
এই মণ্ডপে ইলিশ সহ নদী ও সমুদ্রে ক্রমশ বিলুপ্ত হতে থাকা অন্যান্য মাছের খবরাখবর তুলে ধরা হয়েছে। উদ্যোক্তারা এই প্রসঙ্গে জানান, বছরের পর বছর ধরে খোকা ইলিশ ধরার প্রবণতা চলছে। ফলে ইলিশ বড় হতে পারছে না। প্রজনন কমে আসছে এবং ধীরে বিপন্ন হয়ে পড়ছে। যার জেরে বাজারে জোগান কমছে, দামও বাড়ছে। ইলিশের ভবিষ্যৎ বিপন্ন, মৎস্যজীবীরা বড় ইলিশ প্রায় পানই না। ইলিশ রক্ষার দায়িত্ব সবাইকে নিতে হবে। থিমের মাধ্যমে সেই বার্তাই দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ পুজো মণ্ডপে বাল্যবিবাহ রোধের বার্তা! সমাজ সংস্কারকদের নিয়ে অভিনব থিম, বহরমপুরের প্যান্ডেলে মানুষের ঢল
এছাড়াও দক্ষিণ ২৪ পরগনা জেলার এই প্যান্ডেলে মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষের জীবিকা, জীবনযাপন, লড়াই সহ মৎস্যজীবীদের জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। মণ্ডপে বিভিন্ন ধরণের ছবি, হাতে আঁকা চিত্র ও তথ্য সম্বলিত প্ল্যাকার্ড রয়েছে।
advertisement
advertisement
এই পুজো নিয়ে পুজো কমিটির কোষাধ্যক্ষ দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায় বলেন, “এখানে দর্শনার্থীরা মাছ ধরার জাল, ছোট নৌকা প্রভৃতি দেখতে পাবেন। থিম ও সাবেকিয়ানার মিশেলে এখানকার প্রতিমা তৈরি হয়েছে। এই বছর এই পুজো ৫৮ তম বর্ষে পা দিয়েছে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
‘বহমান’ শুধু একটি শব্দ নয়, এটি মৎস্যজীবীদের জীবনের রূপক। তাঁরা চলেছেন। আজও চলছেন এবং কালও চলবেন প্রতিটি ঢেউয়ের সঙ্গে, প্রতিটি দুঃখের পাশে, প্রতিটি আশার আলোয়। শিল্পী সমীর রানা ও ঋত্বিকের ভাবনায় মণ্ডপে সেই পরিকল্পনার বাস্তবায়ন হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
September 30, 2025 12:28 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hilsa Fish: খাবারের পাতে নয়, দুর্গাপুজোর থিমে এবার ইলিশ মাছ! জেলার বুকে অভিনব মণ্ডপসজ্জা, না দেখলে বড় মিস