Durga Puja: পুজো মণ্ডপে বাল্যবিবাহ রোধের বার্তা! সমাজ সংস্কারকদের নিয়ে অভিনব থিম, বহরমপুরের প্যান্ডেলে মানুষের ঢল
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Durga Puja 2025: মুর্শিদাবাদ জেলায় বাল্যবিবাহ একটি গুরুত্বপূর্ণ সমস্যা। এখনও তা থেকে পুরোপুরি নিস্তার মেলেনি। মণ্ডপে তুলে ধরা হয়েছে সমাজের এই সব অভিশাপের ঘটনা। সৈদাবাদ কুহেলি সংঘ সর্বজনীন দুর্গাপুজো কমিটির এই বছরের পুজোর থিম ‘সমাজ সংস্কারের কাণ্ডারি’।
বহরমপুর, কৌশিক অধিকারীঃ বহরমপুরের বিগ বাজেট পুজোগুলির মধ্যে অন্যতম এটি। সেই বহরমপুর কুহেলি সংঘের দুর্গোৎসব এবারও দর্শনার্থীদের চমক দিচ্ছে। এই বছর তাঁদের নিবেদন ‘সমাজ সংস্কারের কাণ্ডারি’।
সতীদাহ প্রথা রদ করতে রাজা রামমোহন রায়কে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। ঊনবিংশ শতাব্দীকে বলা হয় নব জাগরণের সময়। সেই সময় পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সতীদাহের মতো ভয়ঙ্কর প্রথা ছিল। একইভাবে ছিল বাল্যবিবাহের প্রচলন। তবে সতীদাহ বন্ধ হলেও বাল্য বিবাহের অভিশাপ এখনও থেকে গিয়েছে। যা নিয়ে অনেক চর্চা, আলোচনা শোনা যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় সেই সময় সমাজ সংস্কার করেছিলেন। বাল্যবিবাহ রোধ ও সতীদাহ প্রথা বন্ধ করে নবজাগরণ ঘটিয়েছিলেন।
advertisement
আরও পড়ুনঃ পুজো মণ্ডপে কুমিরডাঙা থেকে কিতকিত! আবারও ছেলেবেলা ফিরে পেতে চান? টুক করে ঘুরে আসুন ‘এই’ প্যান্ডেল
মুর্শিদাবাদ জেলার বহরমপুরের সৈদাবাদ কুহেলি সংঘ সর্বজনীন দুর্গাপুজো কমিটির এই বছরের পুজোর থিম ‘সমাজ সংস্কারের কাণ্ডারি’। কীভাবে সমাজ সংস্কারে দুই মনীষী কাজ করেছিলেন সেটা এই পুজো মণ্ডপে তুলে ধরা হয়েছে। চলতি বছর এই পুজো ৫১ তম বর্ষে পদার্পণ করল।
advertisement
advertisement
মুর্শিদাবাদ জেলায় বাল্যবিবাহ একটি গুরুত্বপূর্ণ সমস্যা। এখনও তা থেকে পুরোপুরি নিস্তার মেলেনি। মণ্ডপে তুলে ধরা হয়েছে সমাজের এই সব অভিশাপের ঘটনা। কোথাও নাবালিকা পাত্রীর ছবি দিয়ে বলা হয়েছে ‘স্টপ’। সেখানে বাংলায় লেখা হয়েছে, ১৯২৯ সালের ২৪ সেপ্টেম্বর প্রথম ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল দ্বারা সারদা আইন বাল্য বিবাহ নিরোধক আইন পাশ হয়। ২০০৬ সালের বাল্য বিবাহ সংশোধনী আইনে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর করার কথা। একইভাবে মনে করিয়ে দেওয়া হয়েছে, রামমোহন, বিদ্যাসাগরের জন্মবৃত্তান্ত। গুরত্বপূর্ণ ঘটনাবলীও এখানে তুলে ধরা হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, পুজো মণ্ডপে ঢুকলেই সমাজ সংস্কারের পাঠ চোখে পড়ছে। মণ্ডপে রামমোহনের ছবি দিয়ে লেখা রয়েছে, ১৭৭২ সালের ২২ মে হুগলি জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন। ”সকল মায়ের সন্তান তুমি, সকল বোনের ভাই। নতুন ভারতের রূপকার হে কুর্নিশ তোমায়। রাজা রামমোহন রায়”। কোথাও আবার বিদ্যাসাগরের ছবি দিয়ে লেখা, ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। ”ভর্তি ছিল অন্ধ বিশ্বাস, চলত বাল্য বিয়ে, দেখিয়ে দিলে ভুল যে তাঁদের চোখে আঙুল দিয়ে”। মণ্ডপের কোথাও আবার দেখা যাচ্ছে, শিক্ষিকা ছাত্রীদের পড়াচ্ছেন। লেখা রয়েছে অ, আ, ই, ঈ। সব মিলিয়ে, দর্শকদের বেশ আকর্ষণ করছে এই পুজো।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
September 30, 2025 11:41 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja: পুজো মণ্ডপে বাল্যবিবাহ রোধের বার্তা! সমাজ সংস্কারকদের নিয়ে অভিনব থিম, বহরমপুরের প্যান্ডেলে মানুষের ঢল