তিস্তার স্রোতে ভেসে এল ওটা কী? জালে ধরা পড়তেই শোরগোল এলাকা! দেখতে ভিড় জমালেন ভিড় জমান স্থানীয়রা
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
পুজোর মধ্যে তিস্তা নদীতে ভেসে এল বিশালাকৃতির অজগর, শোরগোল এলাকা! দেখুন উদ্ধার অভিযান
advertisement
1/5

পুজোর মধ্যে তিস্তায় ভেসে এল বিশালাকৃতি ওটা কি? জালে ধরা পড়তেই শোরগোল এলাকা! তিস্তা নদীর রেল ব্রিজের কাছে ভেসে যেতে দেখা যায় বিরাট আকৃতির অজগর। অচেনা অতিথিকে দেখে মুহূর্তে কৌতূহল আর আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশে। কিছুক্ষণের মধ্যেই সাপটি আটকে যায় এক মাছ ধরার জালে। অবাক হয়ে নদীর পাড়ে দাঁড়িয়ে সবাই দেখছিলেন সেই দৃশ্য।
advertisement
2/5
খবর পেয়ে ছুটে আসে পরিবেশ সংগঠন গ্রীন জলপাইগুড়ি-র সদস্যরা। স্বেচ্ছাসেবকেরা সাপটিকে সাবধানে জাল থেকে বের করেন। দীর্ঘ কয়েক মিনিটের চেষ্টা শেষে অজগরটি নিরাপদে উদ্ধার হয়। এই উদ্ধার অভিযানে হাততালি দেন উপস্থিত দর্শনার্থীরা।
advertisement
3/5
অজগরকে কাছ থেকে দেখতে আশেপাশের মানুষ ভিড় জমালেন ঘটনাস্থলে। শিশু থেকে প্রবীণ-সবাই উৎসাহে ভরে উঠলেন সাপের বিরল দৃশ্য দেখে। অনেকে আবার মোবাইল ক্যামেরায় ছবি ও ভিডিও ধারণে ব্যস্ত। ভয়ের সঙ্গে মিশে ছিল প্রকৃতির রহস্য দেখার আনন্দও।
advertisement
4/5
গ্রীন জলপাইগুড়ি-র সদস্যরা জানিয়েছেন, এভাবে লোকালয় বা নদীতে অজগর আসা স্বাভাবিক নয়। বনাঞ্চল সংকোচন কিংবা খাদ্যাভাবে এরা হয়তো আবাস ছেড়ে বেরিয়ে আসছে। তাদের মতে, বন দফতরকে অবশ্যই বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা উচিত।না হলে মানুষ ও প্রাণীর সহাবস্থান বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে।
advertisement
5/5
উদ্ধার হওয়া অজগরকে ক্ষতি না করে বন দফতরের হাতে তুলে দেওয়া হবে। প্রকৃতির এই বিশাল সরীসৃপও আমাদের পরিবেশেরই অংশ- এ কথা মনে করিয়ে দেন স্বেচ্ছাসেবীরা! মানুষের আতঙ্ককে শান্ত করে মানবিকতার বার্তা দিল এই উদ্ধার অভিযান। তিস্তার স্রোতে ভেসে আসা অজগর তাই ভয় নয়, ভাবনারও কারণ!