Scam: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে 'যুক্ত' গৌতম তান্তিয়ার! কে তিনি? তাজ্জব ইডি! কুন্তলের কাণ্ডে তোলপাড়
- Published by:Suman Biswas
- local18
Last Updated:
Scam: শিক্ষক নিয়োগ দুর্নীতি এবার নাম জড়াল রায়গঞ্জের স্কুল শিক্ষক তথা রায়গঞ্জের এক পশুপ্রেমী সংগঠনের সম্পাদক গৌতম তান্তিয়া নামে এক ব্যক্তির।
রায়গঞ্জ: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবার কুন্তল ঘোষের যোগ উত্তর দিনাজপুর জেলায়? কুন্তল ঘোষকে জেরার পর ইডির পেশ করা চার্জশিটে নাম এল শিক্ষক তথা রায়গঞ্জের সমাজকর্মী গৌতম তান্তিয়ার। আর এই নাম আসাতেই দুর্নীতি নিয়ে সরব বিজেপি। যদিও সমস্তটাই অস্বীকার করেছেন অভিযুক্ত গৌতম তান্তিয়া। নিজের নামের তালিকাকে ভুয়ো বলে দাবি করলেন তিনি।
শিক্ষক নিয়োগ দুর্নীতি এবার নাম জড়াল রায়গঞ্জের স্কুল শিক্ষক তথা রায়গঞ্জের এক পশুপ্রেমী সংগঠনের সম্পাদক গৌতম তান্তিয়া নামে এক ব্যক্তির। কুন্তল ঘোষকে জেরা করে যে এজেন্টদের নাম পাওয়া গেছে তাদের মধ্যে নাম রয়েছে গৌতম বাবুর। এমনই একটি তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যাওয়ার পাশাপাশি বিজেপির তরফ থেকে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: পয়লা বৈশাখের আগেই চরম গরম রাজ্যে, কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা! আবহাওয়ার আপডেটে চামড়ায় 'জ্বালাতঙ্ক'
বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, এই সরকারের আমলে শিক্ষকরাও দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। কুন্তলকে জেরা করে এই জেলায় শুধু গৌতম তান্তিয়ার নাম উঠে আসলেও এমন আরও অনেক গৌতম তান্তিয়া এই জেলায় রয়েছে। সঠিক তদন্ত হলে তাদের নামও বেরিয়ে আসবে।
advertisement
অন্যদিকে ভাইরাল সেই লিস্টটি একেবারেই ভুয়ো বলে দাবি করলেন অভিযুক্ত গৌতম তান্তিয়া। তাঁর কাছে ইডির তরফ থেকে কোনো রকম নোটিশ আসেনি বলে জানান তিনি। আর কুন্তল ঘোষকে তিনি নিজেও চেনেন না বলে দাবি করেন। তবে এই দুর্নীতির বিষয় নিয়ে যদি তাকে ইডি তলব করে, তবে তিনি ইডিকে সবরকম সাহায্য করবেন বলেও জানিয়েছেন তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 09, 2023 8:39 AM IST