বেশ কয়েকবছর ধরে কালচিনিবাসীকে থিমের পুজো উপহার দিচ্ছে এই পুজো কমিটি। শুধু হ্যামিল্টনগঞ্জ, কালচিনি নয়, হাসিমারা, জয়গাঁ, ফালাকাটা থেকে দর্শনার্থীরা এসে এই পুজো দেখেন। এবারের থিম দেখে নস্টালজিক হয়ে পড়ছেন ৮০ এবং ৯০ দশকের মানুষেরা।
আরও পড়ুনঃ জয়রামবাটিতে রীতি মেনে শুরু কুমারী পুজো! সন্ধি পুজো-মায়ের সন্ধ্যা আরতি কখন? খুঁটিনাটি জেনে নিন
advertisement
আলিপুরদুয়ারের এই পুজো মণ্ডপে প্রবেশের মুখে কাটাকুটি খেলার মডেল দেখা যাবে। প্যান্ডেলের গায়ে আঁকা রয়েছে বিভিন্ন ছবি। যার মধ্যে নজর কাড়বে টিভির চ্যানেল চলে যাওয়ার পর অ্যান্টেনা ঘুরিয়ে আবারও সঠিক চ্যানেল নিয়ে আসার দৃশ্য। পাশাপাশি কুমিরডাঙা, হা-ডু-ডু, কিতকিত খেলার দৃশ্যও আছে।
লাটিমের আকারে প্রধান পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে। এই খেলাগুলি এখন আর দেখা যায় না বললেই চলে। নতুন প্রজন্মের কাছে এই খেলাগুলি তুলে ধরার প্রয়াস করেছেন এই পুজো কমিটির সদস্যরা। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে দেবী মূর্তি রাখা রয়েছে। দেবীর কোলে দেখা যাবে কার্তিক, গণেশকে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অগ্ৰগামী সংঘের সম্পাদক গোবিন্দ বাগচী জানান, “এই বছর আমাদের থিম খেলনা। ছোটবেলার যে সমস্ত খেলা আজ মোবাইলের যুগে হারিয়ে গিয়েছে, সেগুলি পুজো মণ্ডপে তুলে ধরা হয়েছে। বিশেষত শিশুদের এই মণ্ডপ পছন্দ হচ্ছে।”