নিখোঁজ পরিযায়ী শ্রমিকের বাড়ি মালদহের হরিশ্চন্দ্রপুরে। ইজিমধ্যেই পরিবার আসগর আলির নিখোঁজের বিষয়ে থানায় ডায়েরি করেছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে না বলে অভিযোগ। নিখোঁজ পরিযায়ী শ্রমিকের আত্মীয় শেখ আনসারুল বলেন, গত ১৫ জুন বাড়ি ফেরার কথা ছিল। হরিশ্চন্দ্রপুর থানা অভিযোগ নিলেও কোনও তদন্ত করছে না। সদর মহাকুমা শাসকের দ্বারস্থ পর্যন্ত হয়েছি আমরা। কিন্তু কোথাও কোনও সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুন: এই ছাতা টাঙিয়ে গরমে রাস্তা দিয়ে হাঁটলে ঠান্ডা লাগবে!
হরিশ্চন্দ্রপুর থানার মিসকিনপুর গ্রামে বাড়ি নিখোঁজ আসগর আলির। মুম্বই থেকে ট্রেনে চাপলেও আশ্চর্যজনকভাবে সেই ট্রেন থেকেই নিখোঁজ হয়ে গিয়েছেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর ২০-এর আসগর দু’মাস আগে মুম্বইয়ে নির্মাণ শ্রমিকের কাজে যোগ দিয়েছিলেন। সঙ্গে যায় তাঁর দুই ভাই। ইদের ছুটিতে বাড়ি ফেরার কথা ছিল। সেইমতো ১৩ জুন হাওড়া মেল ধরে বাড়ি ফিরছিলেন। ১৪ তারিখ রাত ১০ টায় পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথাও বলেন। ১৫ তারিখ সকালে বাড়ি পৌঁছে যাওয়ার কথা ছিল আসগরের। কিন্তু গত ৭ দিন ধরে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা। পরিবারের সন্দেহ, ট্রেনের মধ্যে কেউ নেশাজাতীয় কোনও কিছু খাইয়ে অপহরণ করে নিয়ে গিয়ে আসগরকে আটকে রেখেছে। তাঁর মোবাইলও কেড়ে নেওয়া হয়েছে।
নিখোঁজ আসগরের বাবা কালু আলি বলেন, মুম্বই থেকে আমার ছেলে বাড়ি ফিরছিল। ট্রেন থেকে নিখোঁজ হয়ে গিয়েছে, এখনও কোনও খোঁজ পাচ্ছি না। এদিকে পুলিশের তদন্ত নিয়েও সন্তুষ্ট নয় পরিবার। সবমিলিয়ে চরম অনিশ্চয়তায় ভুগছেন নিখোঁজ পরিযায়ী শ্রমিকের পরিজনরা।
হরষিত সিংহ