TRENDING:

Malda News: লোডশেডিং হলে মোমবাতির আলোই ভরসা মালদহ মেডিকেলের মেডিসিন বিভাগে

Last Updated:

বর্তমানে লোডশেডিং হলেই বা কোন‌ও কারনে বিদ্যুৎ চলে গেলে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগ ও ব্লাড ব্যাঙ্কের কর্মীদের চরম সমস্যায় পড়তে হয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: লোডশেডিং হলেই গারো অন্ধকারে ঢেকে চায় হাসপাতালের মেডিসিন বিভাগ। সমস্যায় পড়েন চিকিৎসাধীন রোগীরা। এমনকি ব্ল্যাড ব্যাঙ্কেও সমস্যায় পড়তে হয় কর্মীদের। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের পুরনো ভবন চত্বরের জেনারেটর খারাপ হয়ে যাওয়ায় এই সমস্যা হচ্ছে।
advertisement

আরও পড়ুন: ছুটে এসে বাইককে উড়িয়ে দিল পিকআপ ভ্যান, মর্মান্তিক মৃত্যু যুবকের

বর্তমানে লোডশেডিং হলেই বা কোন‌ও কারনে বিদ্যুৎ চলে গেলে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগ ও ব্লাড ব্যাঙ্কের কর্মীদের চরম সমস্যায় পড়তে হয়। জেনারেটর খারাপ থাকার কারণে গত প্রায় ৫ মাস ধরে এই সমস্যা হচ্ছে। লোডশেডিংয়ের সময় অন্ধকারের মধ্যেই রোগী দেখতে হয় চিকিৎসকদের। এমনকি, লোডশেডিংয়ের সময় জরুরি পরিষেবা দিতে ভরসা মোমবাতি ও মোবাইলের আলো। বিষয়টি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।

advertisement

সমস্যার প্রসঙ্গে মালদহ মেডিকেলের সুপার তথা সহ অধ্যক্ষ প্রসেনজিৎ বর বলেন, জেনারেটারটি মেরামতের জন্য স্বাস্থ্য ভবনে বরাদ্দ চেয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ মিললেই জেনারেটারটি মেরামত করা হবে। লোডশেডিংয়ের সময় পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়। একটি বেসরকারি সংস্থার দায়িত্ব ছিল। আমরা এটি পূর্ত দফতরের ইলেকট্রিক বিভাগের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া শুরু করেছি।

advertisement

View More

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

মালদহ মেডিকেল কলেজে ট্রমা কেয়ার ইউনিটের মতো একাধিক গুরুত্বপূর্ন ভবন তৈরি হয়েছে। তবে, এখনও পুরোন ভবনেই পুরুষ মেডিসিন, মহিলা মেডিসিন, জরুরি বিভাগের মতো গুরুত্বপূর্ণ ওয়ার্ড রয়েছে। সেই ওয়ার্ডগুলিতে লোডশেডিংয়ের সময় ব্যবহারের জন্য একটি ১২৫ কিলোভল্টের জেনারেটার আছে। ওয়ার্ডগুলি ছাড়াও জেনারেটারটির উপরে ব্লাড ব্যাঙ্ক, ইসিজি রুমের মতো একাধিক বিভাগও নির্ভরশীল। তবে, প্রায় পাঁচ মাস ধরে জেনারেটারটি বিকল হয়ে পড়ে আছে। সেটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল একটি বেসরকারি সংস্থার। কিন্তু তারা সঠিকভাবে কাজ না করাতেই এই সমস্যা দেখা দিচ্ছে। এখন দেখার কতদিনে জেনারেটরটি ঠিক হয়ে আবার পরিষেবা স্বাভাবিক হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আলোর উৎসবে ফুলঝুড়ি, চড়কির ডিম্যান্ড! তবু বাজি কারিগরদের গলায় কেন আক্ষেপের সুর?
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: লোডশেডিং হলে মোমবাতির আলোই ভরসা মালদহ মেডিকেলের মেডিসিন বিভাগে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল