গতবারের তুলনায় এবছর ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা কম শহর শিলিগুড়িতে। তবুও এতোটুকু ঢিলে দিতে রাজি নয় কর্তৃপক্ষ। কারণ প্রতিদিনই শহরে প্রচুর মানুষ ডেঙ্গি আক্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে কীভাবে চলতে হবে তা নিয়ে স্বাস্থ্য দফতরের তরফে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে।
আরও পড়ুন: এবারের ভাইফোঁটায় হিট মধুমাখা প্রদীপ মিষ্টি
advertisement
স্বাস্থ্য দফতরের একটি সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি পুর এলাকা এবং দার্জিলিং জেলা মিলিয়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা আটশোর বেশি। তার মধ্যে শিলিগুড়ি শহরেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা পাঁচশো পার করেছে। শিলিগুড়ি মহকুমার গ্রামাঞ্চলে আক্রান্ত ২০০-এর গণ্ডি ছাড়িয়েছে। পাহাড়েও আক্রান্তের সংখ্যা শতাধিক। শিলিগুড়ি মহকুমার মধ্যে শিলিগুড়ি শহর লাগোয়া মাটিগাড়ার পরিস্থিতিই সবচেয়ে উদ্বেগজনক। এই পরিস্থিতিতে সকলকে সচেতন থাকার আবেদন জানিয়েছেন মেয়র গৌতম দেব। জ্বর হলে তৎক্ষণাৎ চিকিৎসকের কাছে যাওয়ার আবেদন জানিয়েছেন তিনি।
এদিনের বৈঠকে মেয়রের পাশাপাশি ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পারিষদের সদস্যদের পাশাপাশি মুখ্য স্বাস্থ্য আধিকারিক, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল, শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপার উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মেয়র বলেন, যেভাবে বছরের প্রথম দিন থেকে ডেঙ্গি মোকাবিলায় আমরা কাজ করছি, সেই কাজ নিয়মিতভাবে চলবে। ছয়-সাতটি ওয়ার্ডে ডেঙ্গির প্রকোপ অনেকটা বেশি থাকলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। মেয়রের পরামর্শ, জ্বর হলে একদিনও অবহেলা করা উচিত নয়। কারোর জ্বর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসা বাড়িতে বসেও হতে পারে। চিকিৎসকরা যদি মনে করেন ডেঙ্গি পরীক্ষার প্রয়োজন রয়েছে তবে অবশ্যই পরীক্ষা করতে হবে। আমাদের স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতালে চিকিৎসকদের থেকেও পরামর্শ নেওয়া যেতে পারে।
অনির্বাণ রায়






