TRENDING:

Siliguri News: দোরগোড়ায় শীত, তবু বাঁধ মানছে না ডেঙ্গি! জ্বর হলেই ডাক্তার দেখানোর পরামর্শ

Last Updated:

শিলিগুড়ি শহরেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা পাঁচশো পার করেছে। শিলিগুড়ি মহকুমার গ্রামাঞ্চলে আক্রান্ত ২০০-এর গণ্ডি ছাড়িয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: দোরগোড়ায় শীত এসে উপস্থিত হলেও এখনও ডেঙ্গি চোখ রাঙাচ্ছে শহরে। ইতিমধ্যেই শিলিগুড়িতে এক আক্রান্তের মৃত্যু হয়েছে। বেসরকারি হিসেবে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫০০-এর গণ্ডি পেরিয়ে গিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় পুরনিগমের স্বাস্থ্য আধিকারিদের নিয়ে জরুরি বৈঠক করলেন মেয়র।
advertisement

গতবারের তুলনায় এবছর ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা কম শহর শিলিগুড়িতে। তবুও এতোটুকু ঢিলে দিতে রাজি নয় কর্তৃপক্ষ। কারণ প্রতিদিনই শহরে প্রচুর মানুষ ডেঙ্গি আক্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে কীভাবে চলতে হবে তা নিয়ে স্বাস্থ্য দফতরের তরফে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে।

আরও পড়ুন: এবারের ভাইফোঁটায় হিট মধুমাখা প্রদীপ মিষ্টি

advertisement

স্বাস্থ্য দফতরের একটি সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি পুর এলাকা এবং দার্জিলিং জেলা মিলিয়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা আটশোর বেশি। তার মধ্যে শিলিগুড়ি শহরেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা পাঁচশো পার করেছে। শিলিগুড়ি মহকুমার গ্রামাঞ্চলে আক্রান্ত ২০০-এর গণ্ডি ছাড়িয়েছে। পাহাড়েও আক্রান্তের সংখ্যা শতাধিক। শিলিগুড়ি মহকুমার মধ্যে শিলিগুড়ি শহর লাগোয়া মাটিগাড়ার পরিস্থিতিই সবচেয়ে উদ্বেগজনক। এই পরিস্থিতিতে সকলকে সচেতন থাকার আবেদন জানিয়েছেন মেয়র গৌতম দেব। জ্বর হলে তৎক্ষণাৎ চিকিৎসকের কাছে যাওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

advertisement

এদিনের বৈঠকে মেয়রের পাশাপাশি ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পারিষদের সদস্যদের পাশাপাশি মুখ্য স্বাস্থ্য আধিকারিক, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল, শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপার উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মেয়র বলেন, যেভাবে বছরের প্রথম দিন থেকে ডেঙ্গি মোকাবিলায় আমরা কাজ করছি, সেই কাজ নিয়মিতভাবে চলবে। ছয়-সাতটি ওয়ার্ডে ডেঙ্গির প্রকোপ অনেকটা বেশি থাকলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। মেয়রের পরামর্শ, জ্বর হলে একদিনও অবহেলা করা উচিত নয়। কারোর জ্বর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসা বাড়িতে বসেও হতে পারে। চিকিৎসকরা যদি মনে করেন ডেঙ্গি পরীক্ষার প্রয়োজন রয়েছে তবে অবশ্যই পরীক্ষা করতে হবে। আমাদের স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতালে চিকিৎসকদের থেকেও পরামর্শ নেওয়া যেতে পারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বর্ষবিদায়ের আগে দিঘায় উপচে পড়ছে পর্যটকদের ভিড়! সংখ্যা শুনলে চোখ কপালে উঠবে
আরও দেখুন

অনির্বাণ রায়

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: দোরগোড়ায় শীত, তবু বাঁধ মানছে না ডেঙ্গি! জ্বর হলেই ডাক্তার দেখানোর পরামর্শ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল