স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাতির উপদ্রব থেকে ধান রক্ষার জন্য ওই রাতে তাঁরা জমি পাহারা দিচ্ছিলেন। ঠিক সেই সময় আচমকাই প্রবল বজ্রপাত হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান ম্যাক্সওয়েল। বাকিদের তড়িঘড়ি উদ্ধার করে মাল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসা চলছে।
আরও পড়ুনঃ ৭ লক্ষ দেশলাই কাঠিতে তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা! অবাক করা প্রতিমা দেখার অপেক্ষায় ব্যারাকপুর
advertisement
দুর্গাপুজোর প্রাক্কালে এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার-পরিজন ও সহকর্মীদের চোখে জল এনে দিয়েছে ম্যাক্সওয়েলের এই অকালমৃত্যু। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অসহায় কৃষক পরিবারে নেমে এসেছে দুঃখ ও আতঙ্ক। প্রকৃতির এই খামখেয়ালি রোষ যেন উৎসবের আগে গাঢ় করল অন্ধকার!
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বাসিন্দা সুজন ওঁরাও বলেন, একদিকে হাতির আতঙ্কে কৃষিজমিকে বাঁচিয়ে রাখতে পাহারা দিতে হয়। সেই পাহারা দিতে গিয়েই আজ প্রাণ দিতে হল। যদি কিছু সরকারি সাহায্য পাওয়া যেত, তাহলে এই পরিবারের সুবিধা হত।