TRENDING:

Marigold Cultivation: খরচ, খাটনি দুটোই কম! কিন্তু লাভ অবাক করা, এই একটি ফুলের চাষই লাইফ সেট করে দেবে আপনার

Last Updated:

এই ফুল চাষ করতে খুব একটা বেশি সময় লাগে না। এছাড়াও খাটনি ও খরচ দুটোই কম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাথাভাঙা: শীতের শুরু থেকেই বেশিরভাগ ফুল চাষিরা রঙবেরঙের ফুল চাষ শুরু করেন। আর এই সময় সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় গাঁদা ফুলের চাষ। দেখতে সুন্দর ও বাজারে প্রচুর চাহিদা রয়েছে শীতকালীন এই গাঁদা ফুলের। এই ফুল চাষ অনেকটা সহজেই করা সম্ভব। এছাড়া এই চাষ করলে আর্থিকভাবে অনেকটাই অনেকটাই স্বনির্ভর হাওয়া সম্ভব। শীতকালীন ফুল হলেও এই ফুলের চাহিদা বারোমাস থাকে ফুলের বাজারে।
advertisement

কোচবিহার জেলার গাঁদা ফুল চাষি রমণী বর্মন জানান, “এই ফুল চাষ করতে খুব একটা বেশি সময় লাগে না। এছাড়াও খাটনি ও খরচ দুটোই হয় অন্যান্য চাষের থেকে অনেকটা কম। তবে এই ফুলের রোগব্যাধি দেখতে পাওয়া যায়। তাই কৃষকদের এই রোগব্যাধির সম্পর্কেও সজাগ থাকা উচিত। এই গাঁদা ফুল গাছের ধ্বসা রোগ দেখতে পাওয়া যায়। এক্ষেত্রে ফুলের গোঁড়াগুলি পচে যায়। এছাড়া ল্যাদা পোকার আক্রমণ দেখতে পাওয়া যায়। তাই এই ফুল গাছ সুস্থ রাখতে উপযুক্ত সময়ে উপযুক্ত কীটনাশক এবং সার ব্যবহার করতে হবে। তা হলেই এই গাছের সুস্থ থাকবে এবং ভাল পরিমাণে ফুল দেবে।”

advertisement

আরও পড়ুন: গরমে তো আছেই, শীতে ডাবের জল খেলে কী হয় জানেন? জানলে এবার থেকে প্রতিদিন খেতে চাইবেন

তিনি আরও জানান, “গাঁদা কোচবিহারের বিভিন্ন দোকানগুলিতে পাইকারিও সরবরাহ করেন তিনি। পাইকারি কেজি প্রতি ৪০ থেকে ৫০ টাকা দামে বিক্রি করেন এই ফুল। আবার এই ফুল খুচরও বিক্রি করে থাকেন তিনি। তখন মালা বানিয়ে এক একটি মালা ৩০ থেকে ৩৫ টাকা দামে বিক্রি হয়। অন্যান্য চাষে ব্যবহার করা সার এই চাষেও ব্যবহার করা যায়। বিশেষত বেগুন চাষের ব্যবহার করা কীটনাশক ব্যবহার করা হয় এই চাষে। কৃষকরা এই রোগগুলোর উপর বিশেষভাবে নজর রাখতে পারলে অধিক মুনাফা পাবেন। গোবর সার বেশি প্রয়োগ করলে ফুলের মাত্র বৃদ্ধি পাবে কয়েকগুণ।”

advertisement

View More

আরও পড়ুন: লাভের মুখ দেখছেন চাষিরা, এই একটি ফসলেই গোছা গোছা টাকা ঢুকছে কোচবিহারের চাষিদের পকেটে

এই ফুল ঘর সাজানোর কাজ থেকে শুরু করে পুজোর কাজে লাগে নিত্যদিন। বর্তমান সময়ে এই ফুল চাষ করে আর্থিক লাভের মুখ দেখছেন কোচবিহারের বেশকিছু জেলার এক চাষি। এটি চাষ করতে ব্যয় হয় অনেকটাই স্বল্প। তবে এই চাষ থেকে লাভ পাওয়া যায় কয়েকগুণ বেশি। তাই কৃষকদের জন্য এই ফুল চাষ করা অনেকটাই লাভদায়ক বলে প্রমাণিত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আরও কাছে এল ঘূর্ণিঝড় 'মন্থা', উত্তাল দিঘার সমুদ্র সৈকত, প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Marigold Cultivation: খরচ, খাটনি দুটোই কম! কিন্তু লাভ অবাক করা, এই একটি ফুলের চাষই লাইফ সেট করে দেবে আপনার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল