উল্লেখ্য, প্রায় ১০ বছর আগেও বালুরঘাট শহরের বিভিন্ন বাজার গুলিতে আত্রেয়ী নদীর সুস্বাদু রাইখোর, ট্যাংরা,পুইয়া,পাবদা, চিংড়ি,ফ্যাসা, বউ-সহ বহু প্রজাতির মাছ পাওয়া যেত। কিন্তু বর্তমানে সেই সব মাছ দেখা যায় না বললেই চলে। সারা বছর যে সমস্ত মানুষ আত্রেয়ী নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন, তাঁদের সংখ্যা বতর্মানে হাতেগোনা।
আরও পড়ুন, 'রাত ১২.১৫ পর্যন্ত অপেক্ষা', সুপ্রিম নির্দেশে কী বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়?
advertisement
আরও পড়ুন, বিরাট নির্দেশ, নিয়োগ দুর্নীতি মামলা থেকে সরানো হল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে
কী কারণে নদী বক্ষ থেকে এই ধরনের মাছগুলো হারিয়ে যাচ্ছে? তার কারণ হিসাবে দূষণকেই দায়ী করছে পরিবেশবিদরা। পাশাপাশি মৎস্যজীবীদের পক্ষ থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে নদীতে তেমন বন্যা নেই। আর বন্যা না থাকার ফলে নদীর নাব্যতা হারিয়ে যাচ্ছে। আর এই নাব্যতা হারিয়ে ফেলার জন্য মাছের আনাগোনা অনেকটাই কমে গিয়েছে।
সুস্মিতা গোস্বামী