এক আম চাষি ইকবাল হোসেন জানান, “গত বছরের তুলনায় এ বছর আমের দাম খুব কম। আমগুলো ভিন রাজ্যে পাঠানো হচ্ছে ঠিকই কিন্তু এখানে সঠিক দাম পাওয়া যাচ্ছে না। ভিন রাজ্যে কেমন দর তা আমরা জানি না। কিন্তু এখান থেকে যারা ভিন রাজ্যে আম নিয়ে যায় তাদের কাছ থেকে আমরা চাহিদা মত দাম পাই না। গত বছর যে আম ১ হাজার টাকা মণ বিক্রি হয়েছে, এখন সেই আম ৫০০ থেকে ৬০০ টাকা মণ বিক্রি করতে হচ্ছে। লাভ হবে কিনা কিছুই বুঝে উঠতে পারছি না।”
advertisement
আরও পড়ুন: সুরক্ষিত থাকবে মহিলারা, খুলবে আয়ের দরজাও! প্যাডম্যান সিনেমার কায়দায় এবার নয়া উদ্যোগ প্রশাসনের
এ বিষয়ে জেলা উদ্যান পালন আধিকারিক সামন্ত লায়েক জানান, “বৃষ্টির ফলে আমের সেইভাবে কোন ক্ষতি হবে না। তবে আম ছোট অবস্থায় থাকাকালীনই আমে মধুর উপদ্রব হওয়ার ফলে কিছুটা ক্ষতির আশঙ্কা রয়েছে। জেলায় এবছর প্রায় ২ লক্ষ ৮০ হাজার মেট্রিক টন আম ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। গত বছরের তুলনায় এ বছর অধিক পরিমাণে আম ফলন হয়েছে। তাই স্বভাবতই চাহিদার ঊর্ধ্বে আম থাকায় বাজারে আমের দাম কম পাচ্ছেন চাষিরা।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মালদহ জেলা জুড়ে আমের ব্যাপক ফলন হলেও দাম না পাওয়ায় আম ভাঙছেন না চাষিরা। গত বছরের তুলনায় অনেক কম দামে বিক্রি করতে হচ্ছে আম। যার ফলে লোকসানের মুখ দেখতে হচ্ছে আম চাষিদের। তাদের দাবি সরকার যদি গাছের সার এবং কীটনাশকের মূল্য নিয়ন্ত্রণে আনে তাহলে তারা উপকৃত হবেন এবং আম চাষ করে লাভবান হতে পারবেন।
জিএম মোমিন