Sanitary Napkin: সুরক্ষিত থাকবে মহিলারা, খুলবে আয়ের দরজাও! প্যাডম্যান সিনেমার কায়দায় এবার নয়া উদ্যোগ প্রশাসনের
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Sanitary Napkin: এবার মালদায় নিজেরাই নিজেদের জিনিস তৈরি করে বিক্রি করবেন মহিলারা। প্যাডম্যান সিনেমার কায়দায় এবারে প্যাড তৈরি করবেন মহিলারা।
মালদা: একেবারে হুবহু যেন অক্ষয় কুমারের প্যাডম্যান সিনেমার গল্প। মালদহে এবারে মহিলাদের স্যানেটারি ন্যাপকিন তৈরি করে আর্থিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে স্যানেটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন প্রদান করা হল পঞ্চায়েতের তরফে। মূলত ঋতুস্রাব বিষয়ে এখনও গ্রাম বাংলার বহু মেয়েরা খোলামেলা ভাবে বলতে লজ্জাবোধ করেন। বিষয়টিকে গোপনে রাখা পছন্দ করেন। অনেকেই ন্যাপকিন ব্যবহার করতে না পেরে বিভিন্ন ইনফেকশনজনিত সমস্যা ও অসুখের সম্মুখীন হন। এবারে এই বিষয়কে সামাজিক গুরুত্ব হিসেবে নজরে এনে মেয়েদের স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করতে সচেতন করা হল পঞ্চায়েত কর্তৃপক্ষের তরফে। পঞ্চায়েত এলাকার প্রায় ১০ টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রদান করা হল স্যানিটারি ন্যাপকিন তৈরির ভেন্ডিং মেশিন। এর ফলে আগামী দিনে তারা নিজেরাই স্যানিটারি ন্যাপকিন তৈরি করে স্থানীয় এলাকায় স্বল্প মূল্যে বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হবেন।
মালদহের কালিয়াচক দুই ব্লকের আলিনগর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের উদ্যোগে বিনামূল্যে প্রায় পাঁচ শতাধিক মহিলাদের স্যানিটারি ন্যাপকিন তুলে দেওয়া হয়। পাশাপাশি তাদের আর্থিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে স্যানিটারি ন্যাপকিন তৈরির ভেন্ডিং মেশিন প্রদান করা হয়। পঞ্চায়েতের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
advertisement
advertisement
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, “এই এলাকার পঞ্চায়েতের এমন উদ্যোগ দেখে খুব ভাল লাগছে। আগামী দিনে প্রত্যেক এলাকায় এমন উদ্যোগ হলে খুব ভাল হবে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মালদহ জেলার আলিনগর গ্রাম পঞ্চায়েতের এমন অভিনব উদ্যোগ নজর কেড়েছে সকলের। আধুনিক যুগে প্রযুক্তি বদলালেও বদলাইনি গ্রাম বাংলার কুসংস্কারগত রীতি-নীতি। তাই গ্রাম বাংলার মহিলাদের সচেতন করতে এমন উদ্যোগ মালদহের এই গ্রাম পঞ্চায়েতের।
advertisement
জিএম মোমিন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 30, 2025 2:08 PM IST