TRENDING:

Coochbehar twin murder: শোকেসে কম্বলে মোড়া বাবার দেহ, সেপটিক ট্যাঙ্কে দাদার! কোচবিহারে হাড় হিম করা জোড়া হত্যাকাণ্ড

Last Updated:

ঘটনাস্থলে পুলিশ এসে দরজা খুলে ঘরের মধ্যে ঢুকে কাউকে দেখতে পায়নি৷ আচমকাই পুলিশ কর্মীদের নজর যায় ঘরে রাখা একটি শোকেসের দিকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাজেশ দাস, কোচবিহার: খুনের পর কম্বলে মুড়ে বাবার দেহ শোকেসে রাখল ছেলে৷ শুধু বাবা নয়, নিজের পিসতুতো দাদাকেও একই সঙ্গে খুন করে দেহ সেপটিক ট্যাঙ্কে ফেলে দিল যুবক৷ চাঞ্চল্যকর এই জোড়া হত্যাকাণ্ড ঘটেছে কোচবিহারের কোতয়ালি থানার বৈশ্যপাড়া এলাকায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন জেলার পুলিশ সুপার সহ জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা৷ অভিযুক্ত প্রণব বৈশ্য পলাতক৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

জানা গিয়েছে, মৃত ওই বৃদ্ধের নাম বাবলু বৈশ্য (৬৫)৷ আর একজন মৃতের নাম গোপাল রায়৷ স্থানীয় সূত্রে খবর, এ দিন সকালে মাছ বিক্রেতা এসে ওই বাড়ির বাইরে রক্ত দেখে প্রতিবেশীদের জানান৷ এর পরেই কোতয়ালি থানায় খবর দেন প্রতিবেশীরা৷

আরও পড়ুন: পৃথিবী সেরা গাড়িতে চড়েও শেষ সিইও-র পরিবার, আদৌ নিরাপদ ভারতের রাস্তা? চোখ খুলে দিল বেঙ্গালুরুর দুর্ঘটনা

advertisement

ঘটনাস্থলে পুলিশ এসে দরজা খুলে ঘরের মধ্যে ঢুকে কাউকে দেখতে পায়নি৷ আচমকাই পুলিশ কর্মীদের নজর যায় ঘরে রাখা একটি শোকেসের দিকে৷ শোকেস খুলতেই তার ভিতরে কম্বল মোড়া অবস্থায় বাবলু বৈশ্য নামে ওই বৃদ্ধের দেহ উদ্ধার হয়৷ স্থানীয়দের থেকেই পুলিশ জানতে পারে, পলাতক গোপাল বৈশ্যর পিসতুতো দাদা প্রায় একমাস ধরে নিখোঁজ রয়েছেন৷ এর পরই পুলিশ বাড়ির চারপাশে তল্লাশি শুরু করে৷ তখনই বাড়ির একটি পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্কের ভিতর থেকে নিখোঁজ গোপাল রায়ের দেহ উদ্ধার করে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বাবা বাবলু বৈশ্যর সঙ্গে ওই বাড়িতেই থাকত অভিযুক্ত প্রণব৷ কয়েক মাস আগে তাঁর মায়ের মৃত্যু হয়েছে৷ মাঝেমধ্যে ওই বাড়িতে আসতেন প্রণবের পিসতুতো দাদা গোপাল৷ কেন প্রণব বাবা এবং দাদাকে খুন করল, তা জানার চেষ্টা করছে পুলিশ৷ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তেও পাঠানো হয়েছে৷ কবে প্রণব বাবা এবং পিসতুতো দাদাকে খুন করেছে, ময়নাতদন্তের রিপোর্টেই তা স্পষ্ট হতে পারে৷ অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি৷

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Coochbehar twin murder: শোকেসে কম্বলে মোড়া বাবার দেহ, সেপটিক ট্যাঙ্কে দাদার! কোচবিহারে হাড় হিম করা জোড়া হত্যাকাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল