এই বিশালকারের হাতিটি জেলার সবচাইতে বড় হাতি বলে চেনেন জেলাবাসিরা। সহজে এই হাতির দেখা মেলেনা। এই হাতির নাম জেলাবাসিরা দিয়েছে বিগ বস। রাজার মতোই চালচলন তার। আগে খুব কম দেখা যেত তাকে। বর্তমানে প্রতি বিকেলেই পোরো এলাকার জাতীয় সড়কে বেরিয়ে আসে সে।
আরও পড়ুন : প্রচুর টাকার ক্ষতি, গঙ্গাসাগরে টন টন শুটকি পুড়ে ছাই! আগুনে ধ্বংস পুরো গোডাউন, তদন্তে নেমেছে প্রশাসন
advertisement
রাজার মতই দু’বার জাতীয় সড়ক দিয়ে ঘুরে কিছুটা সময় জঙ্গলে দাঁড়িয়ে আবার গভীর জঙ্গলে প্রবেশ করে সে। বিগ বস রোজ দেখা দিচ্ছে শুনে জাতীয় সড়কে ভিড় জমান বেশি উৎসাহীরা। তবে পর্যটকদের কাছে উপরি পাওনা এই দাঁতাল হাতিটি। জাতীয় সড়কে মানুষের ভিড় দেখে মেজাজ বিগড়ে যায় না তাঁর।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বরং মানুষের প্রায় কাছাকাছি চলে যায় সে। তার ছবি তুলতে প্রতি বিকেলেই ব্যস্ত হয়ে পড়ছেন পর্যটক থেকে শুরু করে জেলাবাসীরা। যদিও ‘বিগ বস’ এলেই বনকর্মীরা তৎপর হয়ে ওঠেন। যাতে কোনও দুর্ঘটনা না ঘটে সেদিকেও কড়া নজর রয়েছে বন কর্মীদের। কিন্তু এসবের মাঝেও বিগ বসের দর্শন পেতে হাজির হচ্ছেন বহু মানুষ।





