TRENDING:

Mamata Banerjee: পঞ্চায়েতে নজরে 'চা-বলয়', ক্রান্তি থেকে কী বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ?

Last Updated:

লোকসভার প্রস্তুতি শুরু চা-বলয়ে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: নজরে চা বলয়। তাই গত বছরেই চা শ্রমিকদের সম্মেলনে সভা করে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত জুলাই মাসেই তিনি সভা করেছিলেন ধূপগুড়িতে। এরপর মালবাজারে চা-বাগানের শ্রমিকদের নিয়ে তিনি সভা করে গিয়েছেন। পঞ্চায়েত ভোটের আগে এবার সভা করবেন আজ তৃণমূল কংগ্রেস চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়।
পঞ্চায়েতে নজরে 'চা-বলয়', ক্রান্তি থেকে কী বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ?
পঞ্চায়েতে নজরে 'চা-বলয়', ক্রান্তি থেকে কী বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ?
advertisement

পঞ্চায়েত ভোটের আগে আজকের জলপাইগুড়ি জেলা সফর জেলা তৃণমূল কংগ্রেস ভোট প্রচারের প্রস্তুতি হলেও অনেকেই বলছেন আসলে লোকসভা ভোটের প্রস্তুতি চা-বলয়ে শুরু করে দিল বাংলার শাসক দল।তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, দলের শ্রমিক সংগঠনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস আগামী দিনে ফের চা শ্রমিকদের সমাবেশ করবেন।

উত্তরবঙ্গের চা–বলয়ে বিজেপির শক্তি রয়েছে মূলত শ্রমিকদের মধ্যে সংগঠনকে ঘিরেই। তাই নতুনভাবে গঠিত তৃণমূল কংগ্রেস চা–বাগান শ্রমিক ইউনিয়নের ব্যানারে গত ১০ সেপ্টেম্বর জলপাইগুড়িতে সমাবেশ করার টার্গেট নিয়েছিলেন। সেখানেই তিনি চা-শ্রমিকদের জন্য নানা ইস্যুকে তুলে ধরেছিলেন। এ ছাড়া প্রশাসনিক সভাতে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় চা বাগানের শ্রমিকদের জন্য নানা রকম পরিকল্পনা গ্রহণ করেছিলেন ৷ সেই কাজও চলছে।

advertisement

আরও পড়ুন– পিছিয়ে থাকা নদিয়া জেলাতেই সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

আলিপুরদুয়ার, দার্জিলিং এবং জলপাইগুড়ির মোট ১৬৬টি চা–বাগানে গেট মিটিং শুরু হয়েছে। রাজ্য নেতৃত্বকে এখানে বিনা নোটিসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রমিকদের স্বার্থে লাগাতার গেট মিটিং কর্মসূচি চালাতে বলা হয়েছে। গত ৯ সেপ্টেম্বর জলপাইগুড়ির মালবাজারে চা–বাগান সংগঠনের সম্মেলন হয়। সেখানেও চা-শ্রমিকদের জন্য নানা সুবিধার কথা বলেছিলেন।

advertisement

আরও পড়ুন– পরিবেশ-বান্ধব সামগ্রী দিয়েই শান্তির নীড় বাঁধলেন দম্পতি! প্রবল গরমেও প্রয়োজন হবে না ফ্যান কিংবা এসি-র!

গত ১০ সেপ্টেম্বর মালবাজার ন্যাশনাল ক্লাব ময়দানে হয় প্রকাশ্য সমাবেশ। ওই সমাবেশের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই বন্ধ চা–বাগান খোলা, অবসরপ্রাপ্ত চা শ্রমিকদের সামাজিক সুরক্ষা খাতে অসম ও বাংলার জন্য কেন্দ্রের বরাদ্দ টাকা না পাওয়া, শ্রমিকদের পিএফ এবং আধার সংযোগের জন্য পরিকাঠামোর অভাব–সহ নানা বিষয়ে অভিষেক সরব হয়েছিলেন তিনি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের চা সুন্দরী প্রকল্প, বিনামূল্যে রেশন–সহ নানা উন্নয়নমুখী কর্মকাণ্ডের কথাও তুলে ধরেছিলেন অভিষেক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সামনেই পঞ্চায়েত নির্বাচন। গত পঞ্চায়েত নির্বাচনে চা বলয়ে তৃণমূল কংগ্রেস ভাল ফল করলেও পাল্টা লড়াই দিয়েছে বিজেপি ৷ এমনকী, লাগাতার লোকসভা ভোট থেকে বিধানসভা ভোটে ভাল ফল করে নেয় কেন্দ্রীয় শাসক দল। তৃণমূল কংগ্রেস চাইছে উত্তরে ফল ভাল করতে। ইতিমধ্যেই উত্তরের আঁচ পেতে ‘এক ডাকে অভিষেক’ চালু করা হয়েছে ৷ এবার চা বলয়ের মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দোপাধ্যায় কী বার্তা রাখেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee: পঞ্চায়েতে নজরে 'চা-বলয়', ক্রান্তি থেকে কী বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল