Abhishek Banerjee: পিছিয়ে থাকা নদিয়া জেলাতেই সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Last Updated:

সংগঠন মজবুত করতে একাধিক বার্তা দিয়েছে শাসক দল। 

পিছিয়ে থাকা নদিয়া জেলাতেই সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
পিছিয়ে থাকা নদিয়া জেলাতেই সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
আবীর ঘোষাল, কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, মঙ্গলবার থেকে প্রচারে নামছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পঞ্চায়েত ভোটের আগে নদিয়া নিয়ে তৎপর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। গত বছরেই কৃষ্ণনগরে সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের কর্মী, বিশেষ করে নেতাদের করণীয় কী, তা নিয়ে বার্তা দিয়েছেন। তারপর রানাঘাটে সভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নদিয়ায় ইতিমধ্যে তৃণমূলের দুটি সাংগঠনিক জেলা আছে। তা কৃষ্ণনগর ও রানাঘাট। এর মধ্যে রানাঘাট সাংগঠনিক জেলায় ২০১৯-এর লোকসভা ভোট থেকে লাগাতার ফল খারাপ তৃণমূলের। আজ কৃষ্ণগঞ্জের হাঁসখালিতে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে সবচেয়ে আলোচিত যে জেলার নাম, তা হল নদিয়া। ইতিমধ্যেই এই জেলার শাসক দলের বিধায়ক মানিক ভট্টাচার্য গ্রেফতার হয়েছেন। আর এক বিধায়কের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন দলের একাংশই ৷ এই অবস্থায় প্রতিদিন বিরোধীরা নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে কোণঠাসা করার চেষ্টা করছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে। এই অবস্থায়, গত বছর জেলা সফর থেকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়  বার্তা দিয়েছেন।
advertisement
advertisement
দলীয় কাজের সুবিধার্থে নদিয়া জেলায় বেশ কয়েকটি সাংগঠনিক ভাগ রয়েছে তৃণমূলের। নদিয়া উত্তর তথা কৃষ্ণনগর ও রানাঘাট সাংগঠনিক জেলাতেও রদবদল করা হয়েছে সম্প্রতি। শুধু কৃষ্ণনগরেরই ৪টি ব্লক-সহ গোটা জেলার ১২ টি ব্লক ও টাউনের সভাপতি, সহ-সভাপতির নাম নতুন করে ঘোষণা করা হয়েছে। তৃণমূলের ‘এক ব্যক্তি এক পদ’ নীতি অনুযায়ী, কোনও জনপ্রতিনিধি জেলা সংগঠনের অন্য কোনও পদে থাকতে পারবেন না। সেই কারণে নতুন অনেকের উপরই দায়িত্ব বর্তেছে। আর তা পুনরুদ্ধার করতে জেলা একেবারে তৃণমূল স্তরের সংগঠন থেকে স্বচ্ছতায় জোর দেওয়া প্রয়োজন বলে মনে করছেন শাসক দলের নেতৃত্ব। আর তা মাথায় রেখেই এহেন রদবদল করা হয়েছে নদিয়ার দুই সাংগঠনিক জেলায়।
advertisement
স্বচ্ছতায় সামান্য দাগ পড়লেও জনপ্রতিনিধিত্বের লড়াইয়ে পিছিয়ে পড়তে হবে। প্রার্থী হওয়া যাবে না। বারবার দলকে এই বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তা নজরে রেখেই জেলা সংগঠনগুলিতে আমুল বদল করা হচ্ছে। জেলা সংগঠনের দায়িত্বপ্রাপ্ত যেসব পদাধিকারীদের বিরুদ্ধে সামান্যতম অভিযোগও উঠেছে, তাঁরাই বাদ পড়ছেন। নতুন, স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন নেতাকেই তুলে আনা হচ্ছে তাঁর জায়গায়। জেলা সংগঠন সাজাতে গিয়ে সেদিকেই বাড়তি নজর দিয়েছে তৃণমূল। জেলার যুব, মহিলা সংগঠনে বেশ কিছু রদবদল এনে প্রকাশ করা হয়েছিল নতুন তালিকা। পরিবর্তন এসেছে দায়িত্বের নিরিখেও।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee: পিছিয়ে থাকা নদিয়া জেলাতেই সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement