তিন দিনের উত্তরবঙ্গ সফরে মঙ্গলবার বিকেলে শিলিগুড়ি পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর তিনটের কিছু পর বাগডোগরা বিমানবন্দরে নেমে তিনি সোজা নৌকাঘাটে যান। ঠাকুর পঞ্চানন বর্মার প্রয়াণ দিবসে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে মুখ্যমন্ত্রী উত্তরকন্যার উদ্দেশে রওনা দেন।
চোখ উপড়ানো…কান ছেঁড়া! ড্রেনে পড়ে ১০ বছরের শিশুকন্যার অনাবৃত দেহ! এমন নৃশংস কাণ্ড কার?
advertisement
বৈঠকে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের উন্নয়নমূলক কাজের রিপোর্ট নেন এবং রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখেন। বিশেষ করে ‘বাংলার বাড়ি’ ও ‘শ্রমশ্রী’ প্রকল্প-সহ একাধিক প্রকল্পের বাস্তবায়ন নিয়ে পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও আগামীকাল জলপাইগুড়িতে অনুষ্ঠিতব্য সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের কর্মসূচি নিয়েও বিস্তারিত আলোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এদিনই উত্তরবঙ্গের জেলাশাসকদের সঙ্গে বৈঠক করার কথা মুখ্যমন্ত্রীর। তার পর তৃণমূলের জেলা শীর্ষ নেতৃত্বের সঙ্গেও আলোচনায় বসতে পারেন তিনি।
বুধবার বেলা ১২টায় উত্তরকন্যা থেকে জলপাইগুড়িতে যাবেন মমতা। এবিপিসি মাঠে অনুষ্ঠিত সরকারি সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। সেখানে আদিবাসী পরিবারগুলির হাতে জমির পাট্টা তুলে দেওয়া হবে। পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান শেষে তিনি ফের উত্তরকন্যায় ফিরে আসবেন। আগামী ১১ সেপ্টেম্বর তাঁর কলকাতা ফেরার কথা রয়েছে।