চোখ উপড়ানো...কান ছেঁড়া! ড্রেনে পড়ে ১০ বছরের শিশুকন্যার অনাবৃত দেহ! এমন নৃশংস কাণ্ড কার?
- Published by:Tias Banerjee
Last Updated:
অঙ্গুল জেলার শ্যামসুন্দরপুরে ১০ বছরের শিশুর দেহ ড্রেন থেকে উদ্ধার! শরীরে আঘাতের চিহ্ন। গ্রামবাসীদের বিক্ষোভ, এসপি রাহুল জৈন তদন্তে।
ওডিশার অঙ্গুল জেলার শ্যামসুন্দরপুর গ্রামে ড্রেন থেকে উদ্ধার হল এক ১০ বছরের শিশুর নগ্ন দেহ। রবিবার সকালে মেয়েটির দেহ উদ্ধার হয়। শিশুর শরীরে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে। প্রশ্ন উঠছে— কে এমন পাশবিক কাণ্ড ঘটাল?
পঞ্চম শ্রেণির ছাত্রী ওই মেয়েটি শনিবার বিকেলে খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। প্রথমে পরিবার ভেবেছিল, হয়তো কোনও আত্মীয় বা প্রতিবেশীর বাড়িতে গেছে। কিন্তু রাতে যখন আর ফেরেনি, তখন উদ্বিগ্ন হয়ে পড়েন স্বজনরা। টর্চ নিয়ে গ্রাম ঘুরে রাতভর খোঁজ চালানো হয়। অবশেষে ক্লান্ত পরিবার পুলিশের কাছে গিয়ে নিখোঁজের অভিযোগ দায়ের করে।
advertisement
advertisement
রবিবার সকালে গ্রামে ছড়িয়ে পড়ে খবর— ড্রেনে এক শিশুর দেহ পড়ে রয়েছে। গ্রামবাসীরা ছুটে গিয়ে দেখে রক্তাক্ত দেহ। শরীর জুড়ে গভীর ক্ষতের চিহ্ন। গলা ও মুখে এতটাই আঘাত ছিল যে চেনা যাচ্ছিল না। মনে হচ্ছিল, শিশুটির কান ছিঁড়ে দেওয়া হয়েছে, চোখ উপড়ে নেওয়া হয়েছে। দৃশ্য দেখে গ্রামবাসীদের চোখে জল এসে যায়। সন্দেহ তৈরি হয়— নির্দোষ শিশুটিকে প্রথমে নির্যাতন করে পরে খুন করা হয়েছে।
advertisement
এরপরেই ক্ষোভে রাস্তায় নেমে আসেন গ্রামবাসীরা। শবালভাঙ্গা যাওয়ার রাস্তা অবরোধ করা হয়। ফলে কয়েক ঘণ্টা অঙ্গুল–বান্টলা রোডে যান চলাচল বন্ধ থাকে। মানুষের দাবি— দোষীদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন অঙ্গুল জেলার এসপি রাহুল জৈন। সঙ্গে ছিল বৈজ্ঞানিক তদন্তকারী দল ও ডগ স্কোয়াড। ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করা হয়। পুলিশের পক্ষ থেকে ‘অস্বাভাবিক মৃত্যু’র মামলা (নম্বর ১৪/২০২৫) নথিভুক্ত হয়েছে।
advertisement
এসপি স্থানীয়দের শান্ত থাকার অনুরোধ জানান। তিনি বলেন, “পোস্টমর্টেম রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। পুলিশ পুরো গুরুত্ব দিয়েই তদন্ত করছে। অপরাধীরা কোনওভাবেই ছাড়া পাবে না।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 08, 2025 8:30 PM IST