আপনি কি মাইক্রোবায়োলজিতে স্নাতকোত্তর? বিরাট কাজের সুযোগ আইআইটিতে, জানুন!

Last Updated:
এবার আইআইটি খড়্গপুরে চাকরির সুযোগ, বিশদে জেনে আবেদন জানান।
1/6
Job opportunity at IIT Kharagpur in research project with salary of 28000
আপনি কি চাকরি খুঁজছেন? আপনার কি বায়ো কেমিস্ট্রি, বায়োটেকনোলজি, মাইক্রো বায়োলজি, বায়ো ফিজিক্স কিংবা জীববিদ্যার বিষয় নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে? তবে আপনার জন্য মোটা অংকের বেতনে সরকারি কাজের সুযোগ প্রযুক্তিবিদ্যার প্রাচীন প্রতিষ্ঠান আইআইটি খড়্গপুরে। উল্লেখিত বিষয়ে যোগ্যতা থাকলেই এখনই মূল বিজ্ঞপ্তি দেখে আবেদন জানাতে পারেন। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
2/6
আপনি কি বায়োটেকনোলজি বা মাইক্রো বায়োলজি নিয়ে পড়াশোনা করে চাকরি খুঁজছেন? গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ রয়েছে আইআইটি খড়্গপুরে। বিশেষ এক প্রকল্পে কাজের জন্য প্রজেক্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করবে আইআইটি খড়গপুর। ইতিমধ্যেই তার অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করে এই কাজের কথা জানান হয়েছে। যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকলে এখনই অনলাইন মাধ্যমে আবেদন জানান। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
আপনি কি বায়োটেকনোলজি বা মাইক্রো বায়োলজি নিয়ে পড়াশোনা করে চাকরি খুঁজছেন? গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ রয়েছে আইআইটি খড়্গপুরে। বিশেষ এক প্রকল্পে কাজের জন্য প্রজেক্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করবে আইআইটি খড়গপুর। ইতিমধ্যেই তার অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করে এই কাজের কথা জানান হয়েছে। যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকলে এখনই অনলাইন মাধ্যমে আবেদন জানান। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
3/6
আইআইটি সূত্রে জানা গিয়েছে, ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ বা আইসিএমআর এর আর্থিক সহযোগিতায় একটি বিশেষ প্রকল্পে কাজের জন্য অস্থায়ী ভিত্তিতে একজন প্রজেক্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি নিয়োগ করা হবে। আবেদনকারীর বায়ো কেমিস্ট্রি, বায়োটেকনোলজি, মাইক্রো বায়োলজি, বায়ো ফিজিক্স কিংবা জীববিদ্যার বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং নেট, বেট অথবা গেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবেই আবেদন জানান যাবে।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
আইআইটি সূত্রে জানা গিয়েছে, ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ বা আইসিএমআর এর আর্থিক সহযোগিতায় একটি বিশেষ প্রকল্পে কাজের জন্য অস্থায়ী ভিত্তিতে একজন প্রজেক্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি নিয়োগ করা হবে। আবেদনকারীর বায়ো কেমিস্ট্রি, বায়োটেকনোলজি, মাইক্রো বায়োলজি, বায়ো ফিজিক্স কিংবা জীববিদ্যার বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং নেট, বেট অথবা গেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবেই আবেদন জানান যাবে।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
4/6
আইসিএমআর এর আর্থিক সহযোগিতায় Advance Center for Clinical Evaluation of Diagnostics of National Importance(AED) এই প্রকল্পে কাজের জন্য একজন অস্থায়ী ভিত্তিতে গবেষক কর্মী নিয়োগ করা হবে। মলিকিউলার বায়োলজি, ব্যাকটেরিওলজি, ভাইরোলজি বিষয়ে ল্যাবরেটরির অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
আইসিএমআর এর আর্থিক সহযোগিতায় Advance Center for Clinical Evaluation of Diagnostics of National Importance(AED) এই প্রকল্পে কাজের জন্য একজন অস্থায়ী ভিত্তিতে গবেষক কর্মী নিয়োগ করা হবে। মলিকিউলার বায়োলজি, ব্যাকটেরিওলজি, ভাইরোলজি বিষয়ে ল্যাবরেটরির অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
5/6
নিযুক্ত ব্যক্তিকে যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে প্রতিমাসে ২৮ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে।আবেদন জানাতে গেলে, মহিলা আবেদনকারী ছাড়া সকল আবেদনকারীকে ১০০ টাকা আবেদন মূল্য দিতে হবে। বয়সের সর্বাধিক সীমা ৩৫ বছর। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
নিযুক্ত ব্যক্তিকে যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে প্রতিমাসে ২৮ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে।আবেদন জানাতে গেলে, মহিলা আবেদনকারী ছাড়া সকল আবেদনকারীকে ১০০ টাকা আবেদন মূল্য দিতে হবে। বয়সের সর্বাধিক সীমা ৩৫ বছর। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
6/6
কীভাবে আবেদন জানাবেন? আবেদন জানাতে গেলে প্রথমে আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, সেখান থেকে টেম্পোরারি জব্স পজিশনে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে আবেদন জানাতে হবে। সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে এই পদের জন্য। বিশদে জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
কীভাবে আবেদন জানাবেন? আবেদন জানাতে গেলে প্রথমে আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, সেখান থেকে টেম্পোরারি জব্স পজিশনে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে আবেদন জানাতে হবে। সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে এই পদের জন্য। বিশদে জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
advertisement
advertisement