প্রযুক্তির কাজের জন্য নিয়োগ করা হলেও বেআইনি ভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ এবং যোগ করেছিলেন তিনি৷ অভিযোগ পাওয়ার পরেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ওই আধিকারিকের বিরুদ্ধে৷ এমন ঘটনা এড়াতে কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন৷
advertisement
বেআইনিভাবে অনলাইনে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া বা নতুন নাম তোলার জন্য সরকারি এক আধিকারিককে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের নির্বাচন কমিশনের সহকারী সিস্টেম ম্যানেজারের বিরুদ্ধে করা হয়েছে এই শাস্তিমূলক পদক্ষেপ।
আরও পড়ুন: করোনায় এবার মৃত্যু, স্থান সেই মুম্বই! তবে কি আবার লকডাউন? ফের থাবা বসাচ্ছে করোনা
অভিযোগ, কমিশনের তথ্য প্রযুক্তির কাজ দেখলেও বেআইনিভাবে বিভিন্ন লোকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া বা নতুন নাম তার তোলার কাজ করতেন এই সিস্টেম ম্যানেজার। নির্দিষ্ট অভিযোগ পাওয়ার পরেই দক্ষিণ ২৪ পরগনা জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা জেলাশাসক তদন্ত শুরু করেন।
