TRENDING:

Mamata Banerjee: ‘সর্ষের মধ্যেই ভূত আছে,’ ভোটার লিস্টে যখন তখন ঢুকছে নাম...যা নির্দেশ দিলেন মমতা

Last Updated:

প্রযুক্তির কাজের জন্য নিয়োগ করা হলেও বেআইনি ভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ এবং যোগ করেছিলেন তিনি৷ অভিযোগ পাওয়ার পরেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ওই আধিকারিকের বিরুদ্ধে৷ এমন ঘটনা এড়াতে কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তরবঙ্গ: ভোটার তালিকায় বেআইনিভাবে নাম তোলার ঘটনার পরে আবারও ভোটার তালিকায় অনৈতিক ভাবে নাম তোলা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ভোটার লিস্ট নিয়ে যাঁরা কাজ করতেন, তাঁদের বিশেষ সতর্ক করার পরামর্শ দিলেন তিনি৷ এদিন উত্তরকন্যার প্রশাসনিক বৈঠকে তিনি বলেন, ‘‘ভোটার লিস্টে যাঁরা কাজ করছেন, ডিএম, ডিভিশনাল কমিশনারদের বলব যেন তাঁরা দেখেন। একটা জায়গায় তিনটে নাম তোলা হচ্ছে। আপনারা আইডেন্টিফাই করুন। সর্ষের মধ্যেই ভূত আছে। সবাই নয়। ভোটার কেন্দ্রগুলো ভিসিট করতে হবে। আমি শুনছি কেউ আসাম থেকে, এখান থেকে, ওখান থেকে ঢুকে নম্বর, প্য়ান কার্ড নম্বর নিয়ে চলে যাচ্ছে।’’
News18
News18
advertisement

প্রযুক্তির কাজের জন্য নিয়োগ করা হলেও বেআইনি ভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ এবং যোগ করেছিলেন তিনি৷ অভিযোগ পাওয়ার পরেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ওই আধিকারিকের বিরুদ্ধে৷ এমন ঘটনা এড়াতে কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন৷

আরও পড়ুন: ‘জঙ্গি যেন না ঢোকে,’ অন্য দেশের সঙ্গে বর্ডার..উত্তরবঙ্গের নিরাপত্তা নিয়ে কড়া নির্দেশ মমতার

advertisement

বেআইনিভাবে অনলাইনে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া বা নতুন নাম তোলার জন্য সরকারি এক আধিকারিককে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের নির্বাচন কমিশনের সহকারী সিস্টেম ম্যানেজারের বিরুদ্ধে করা হয়েছে এই শাস্তিমূলক পদক্ষেপ।

আরও পড়ুন: করোনায় এবার মৃত্যু, স্থান সেই মুম্বই! তবে কি আবার লকডাউন? ফের থাবা বসাচ্ছে করোনা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মন্থার প্রভাবে উত্তাল রাতের দিঘা! এত্ত ক্ষতি- মাথায় হাত হোটেল মালিক থেকে দোকানদারদের
আরও দেখুন

অভিযোগ, কমিশনের তথ্য প্রযুক্তির কাজ দেখলেও বেআইনিভাবে বিভিন্ন লোকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া বা নতুন নাম তার তোলার কাজ করতেন এই সিস্টেম ম্যানেজার। নির্দিষ্ট অভিযোগ পাওয়ার পরেই দক্ষিণ ২৪ পরগনা জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা জেলাশাসক তদন্ত শুরু করেন।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee: ‘সর্ষের মধ্যেই ভূত আছে,’ ভোটার লিস্টে যখন তখন ঢুকছে নাম...যা নির্দেশ দিলেন মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল