TRENDING:

Maldah News : ভাইরাল হওয়ার চক্করে সাপের জীবন নিয়ে খেলা, যুবকের নিষ্ঠুর কীর্তি দেখে নিন্দার ঝড়! শেষে পুলিশের জালে

Last Updated:

Maldah News : সাপ নিয়ে কলাবাজি ও সাপ মেরে রিলস ভিডিও বানানোর ঘটনায় মালদহে গ্রেফতার চারজন। সাপ মেরে রিলস ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন : সাপ মেরে রিলস ভিডিও বানানোর ঘটনায় মালদহে গ্রেফতার চারজন। সাপ মেরে রিলস ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ঘটনায় গ্রেফতার করা হয় এক যুবককে। বনদফতর সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম আব্বাস মোমিন (২১)। বাড়ি মালদহের ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম এলাকায়।
গ্রেফতার চারজন
গ্রেফতার চারজন
advertisement

অন্যদিকে একই দিনে মানিকচক ব্লক এলাকায় সাপ নিয়ে খেলা দেখানোর সময় গ্রেফতার করা হয় তিনজনকে। ধৃতরা হলেন, আবু কালাম (৩৩), জাকির হোসেন (২৪) নেস মোহাম্মদ (২৩)। ধৃত তিনজনের বাড়ি মালদহের রতুয়া থানার সামসি মালোপাড়া এলাকায়। ধৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সুরক্ষা আইনের অধীনে নির্দিষ্ট মামলা রুজু করে পেশ করা হবে মালদহ জেলা আদালতে।

advertisement

আরও পড়ুন : পড়া বলতে পারেনি খুদে পড়ুয়া, জুটল বেদম প্রহার! শিশু দিবসে শিক্ষকের ‘উপহারে’ তুমুল উত্তেজনা

মালদহ বিভাগের বনদফতর আধিকারিক সরস্বতী বিশ্বাস জানান, “এক যুবক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হ‌ওয়ার জন্য সাপ মেরে রিলস বানিয়ে পোস্ট করেছিল। সেই ভিডিওতে প্রচুর ভিউভার্স হয়েছে। সোশ্যাল মিডিয়ার মারফত জানতে পেরে তাকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি মানিকচক ব্লকের ধরমপুর এলাকায় খেলা দেখানোর সময় রতুয়া এলাকার তিনজনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ধৃত তিনজনের হেফাজত থেকে উদ্ধার হয় একটি সাপ।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
১ বিঘায় লাভ ৬০ হাজার! রান্নাঘরের মহামূল্যবান পেঁয়াজ চাষেই মোটা টাকার মুখ দেখছেন কৃষক
আরও দেখুন

এই দুই ঘটনায় ধৃত চারজনের বিরুদ্ধে বন্যপ্রাণী সুরক্ষা আইনের অধীনে মামলা রুজু করা হয়েছে। ধৃত চারজনকে মালদহ জেলা আদালতে পেশ করা হবে।” তিনি আরও জানান, “বন্যপ্রাণীকে মারা শাস্তিযোগ্য অপরাধ। সাধারণকে এক্ষেত্রে সজাগ করা হচ্ছে। যদি কোন ব্যক্তি এমন কর্মকাণ্ডে ধরা পড়েন, তাহলে তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সুরক্ষা আইনের অধীনে ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে ধৃতদের সাত বছরের সাজা বা অতিরিক্ত জরিমানাও হতে পারে।”

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Maldah News : ভাইরাল হওয়ার চক্করে সাপের জীবন নিয়ে খেলা, যুবকের নিষ্ঠুর কীর্তি দেখে নিন্দার ঝড়! শেষে পুলিশের জালে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল