এই ঘটনায় নৌকায় থাকা তিনজন সাঁতার কেটে বাঁচলেও ডুবে গিয়ে মৃত্যু হয় এক মহিলার। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম রানি সাহা। বাড়ি উত্তর দিনাজপুর জেলার মুকুন্দপুর গ্রামে। জানা গিয়েছে, শুক্রবার মাঝ রাতে চারজন মহানন্দা নদীতে নৌকায় করে উত্তর দিনাজপুরের দিকে যাচ্ছিলেন। নৌকায় করে পারাপার হওয়ার পথেই ঘটে বিপত্তি। নদীর তীব্র জলস্রোতের ফলে নৌকা উল্টে ডুবে যান এক মহিলা।
advertisement
আরও পড়ুন : পুরুলিয়াতেই আধুনিক চক্ষু চিকিৎসা, নেতাজি আই হাসপাতালে চালু হচ্ছে ‘কর্নিয়া ইউনিট’
যদিও ঘটনায় তিনজন সাঁতার কেটে কোনরকম প্রাণে বাঁচেন। এদিকে এই ঘটনার পর খবর পেয়ে শুক্রবার রাতেই ঘটনাস্থলে ছুটে যায় চাঁচল থানার পুলিশ। রাতে খোঁজাখুঁজি চললেও কোনরকম খোঁজ না মেলায় শনিবার সকালে নামানো হয় স্পিডবোর্ড। নিখোঁজ মহিলার খোঁজে সিভিল ডিফেন্সের কর্মীরা স্পিডবোর্ড নিয়ে তল্লাশি চালান নদীতে। এরপর কয়েক ঘন্টা খোঁজাখুঁজির পর উদ্ধার হয় মহিলার মৃতদেহ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় হাসপাতালে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। অন্যদিকে বরাতজোরে তিনজন প্রাণ বাঁচতে পেরেছেন। কিন্তু এখনও পর্যন্ত সেই ভয়াবহ ঘটনা ভুলতে পারছেন না তাঁরা। মৃত মহিলার পরিবারের সদস্যরা কার্যত এই ঘটনার পরে ভেঙে পড়েছেন।






