মাত্র ৩ বছর বয়স থেকেই নিয়মিত যোগাসন প্রশিক্ষণ নেওয়ার পর জেলা, রাজ্য ও জাতীয় স্তরের যোগা প্রতিযোগিতায় একাধিক পদক এনেছেন সেঁজুতি। চলতি মাসে কলকাতার জোড়াসাঁকোয় ন্যাশনাল যোগা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে ৫ থেকে ১০ বছর বয়সী ইভেন্টে তৃতীয় স্থান অধিকার করেন মালদহের কন্যা। এই সাফল্যের ফলেই সে সাউথ এশিয়ান গেমসে সুযোগ করে নিয়েছে। আগামী ২৮-২৯শে ডিসেম্বর নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক স্তরের যোগা প্রতিযোগিতা।
advertisement
মালদহের পুরাতন মালদা শহরের মহানন্দা কলোনির এলাকায় বাড়ি। সেঁজুতির বাবা বিনয় বারুই পেশায় একজন সবজি বিক্রেতা, মা সান্তনা বারুই গৃহবধূ। বাবা বিনয় বলেন, “ছোটবেলা থেকেই দুই মেয়ে যোগাসন প্রশিক্ষণ নিত। ছোট মেয়ে সেঁজুতি বারুই ৩ বছর বয়স থেকে যোগাসন করত। ছোট মেয়ের এমন সাফল্য দেখে খুব ভাললাগছে।”
সেঁজুতির কোচ পাপ্পু কুমার ঠাকুর বলেন, “রাজ্য, জাতীয় স্তরে ভাল ফলাফল করেছে। এবার প্রথম দেশের হয়ে আন্তর্জাতিক স্তরে যাচ্ছে। আশা করছি সেখানেও ভাল ফলাফল করে দেশের জন্য পদক আনবে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পরিবারের আর্থিক অনটন সত্ত্বেও পড়াশোনার পাশাপাশি যোগা প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে ৯ বছর বয়সী সেঁজুতি। জেলা, রাজ্য, জাতীয় স্তরে একাধিক সাফল্য পাওয়ার পর এবার আন্তর্জাতিক স্তরে সুযোগে করে নিয়েছে সে। তাঁর এমন সাফল্যে পরিবার সহ জেলা জুড়ে খুশির হাওয়া দেখা দিয়েছে।





