এদিন কলকাতার সল্টলেকে টেকনো ইন্ডিয়া গ্রুপের উদ্যোগে আয়োজন করা হয় ‘দ্রোণাচার্য পুরস্কার ২০২৫’ প্রদান অনুষ্ঠানের। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের বিভিন্ন জেলার বিশিষ্ট শিক্ষকদের সেরা শিক্ষক হিসেবে ‘দ্রোণাচার্য পুরস্কার’ তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মুকলেসুর রহমান জানান, “এই পুরস্কার মূলত সমাজে শিক্ষার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেওয়া হয়েছে। আজও বহু প্রত্যন্ত এলাকায় শিক্ষার পরিকাঠাম অচল। যার ফলে স্কুল ছুট হতে দেখা দেয় পড়ুয়াদের। যেহেতু আমরা প্রত্যন্ত অঞ্চলের মানুষ। তাই প্রত্যন্ত এলাকার শিক্ষা ক্ষেত্রে নিজেদের বিশেষভাবে অবদান রাখছি। শুধু স্কুল শিক্ষক হিসেবে নয় সমাজের দায়বদ্ধ ব্যক্তি হিসেবে প্রত্যন্ত গ্রামে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে কাজ করে থাকি। সাধারণত এই সমস্ত গুণাবলী দেখে তাঁকে পুরস্কৃত করা হয় বলে জানান তিনি।”
advertisement
আরও পড়ুন: বেসামাল অ্যাম্বুল্যান্স হুড়মুড়িয়ে ঢুকে পড়ল দোকানে! ভাঙল সাইকেল, মোটরবাইক, আহত ৫
স্কুলের এক সহকারী শিক্ষক চন্দন দাস জানান, “নিয়মিত স্কুলের উন্নয়নের জন্য কাজ করে চলেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুকলেসুর বাবু। স্কুলের পাশাপাশি সমাজে পড়ুয়া এবং অভিভাবকদের মধ্যে বিশেষ শিক্ষামূলক কর্মসূচি নিয়ে থাকেন তিনি। স্কুলের পাশাপাশি সমাজে শিক্ষামূলক বার্তা দিয়ে শিক্ষাকে এগিয়ে নিয়ে চলেছেন। উনার এই প্রাপ্তি দেখে স্কুলের একজন শিক্ষক হিসেবে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে এই খবর জানতে পেরে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শুভেচ্ছা জানাতে হাজির হন স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। রাজ্যে শিক্ষকদের এমন পুরস্কার শিক্ষাদানের ক্ষেত্রে আরও আগ্রহী করে তুলবে বলে অভিমত অনেকের।





