বেসামাল অ্যাম্বুল্যান্স হুড়মুড়িয়ে ঢুকে পড়ল দোকানে! ভাঙল সাইকেল, মোটরবাইক, আহত ৫

Last Updated:

রোগীদের নতুন জীবন দেওয়া অ্যাম্বুল্যান্স এবার আতঙ্কের কারণ হয়ে দাঁড়াল পূর্ব বর্ধমানে। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ১১৪ নম্বর জাতীয় সড়কের মাহিনগর মোড়ে।

পথ দুর্ঘটনা
পথ দুর্ঘটনা
পূর্ব বর্ধমান শরদিন্দু ঘোষ: রোগীদের নতুন জীবন দেওয়া অ্যাম্বুল্যান্স এবার আতঙ্কের কারণ হয়ে দাঁড়াল পূর্ব বর্ধমানে। কেননা বেসামাল একটি অ্যাম্বুল্যান্সের ধাক্কায় আহত পথচারী, বেসামাল ওই অ্যাম্বুল্যান্সের ধাক্কায় ভেঙে চুরমার দোকানঘর থেকে শুরু করে সাইকেল, মোটরসাইকেল। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ১১৪ নম্বর জাতীয় সড়কের মাহিনগর মোড়ে।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার রাতে রোগী ভর্তি করে ফেরার পথে একটি অ্যাম্বুল্যান্স বেসামাল অবস্থায় পূর্ব বর্ধমানের ১১৪ নম্বর জাতীয় সড়কের মাহিনগর মোড়ে থাকা একটি দোকানে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে। তারপর ওই অ্যাম্বুল্যান্সটি একে একে সাইকেল, মোটরসাইকেলকে ধাক্কা মারে। অ্যাম্বুল্যান্সের এমন ধাক্কায় পাঁচ জন পথচারী আহত হয়েছেন।
advertisement
advertisement
স্থানীয়দের অভিযোগ, যে অ্যাম্বুল্যান্সটির কারণে এমন দুর্ঘটনা ঘটে ওই অ্যাম্বুল্যান্সের চালক মদ্যপ অবস্থায় ছিলেন। আর সেই কারণেই নিয়ন্ত্রণ না রাখতে না পেরে জাতীয় সড়কের ধারে থাকা একটি দোকানে ঢুকে পড়ে এবং পরপর ধাক্কা মারে সাইকেল, মোটরসাইকেল ও পথচারীদের।
advertisement
দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং ঘটনাস্থল থেকে মদ্যপ অবস্থায় থাকা অ্যাম্বুল্যান্সের চালক ও মালিক-সহ তিন জনকে আটক করে। এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ানোর পাশাপাশি বেশ কিছুক্ষণের জন্য ১১৪ নম্বর জাতীয় সড়কে যানজট তৈরি হয়। যদিও পুলিশ তড়িঘড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘাতক অ্যাম্বুল্যান্সটি বর্ধমান থেকে এক রোগীকে ভর্তি করে বীরভূমের রামপুরহাটের দিকে যাচ্ছিল এবং তখনই এমন বিপত্তি বাধে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বেসামাল অ্যাম্বুল্যান্স হুড়মুড়িয়ে ঢুকে পড়ল দোকানে! ভাঙল সাইকেল, মোটরবাইক, আহত ৫
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ মিলবে শীঘ্রই, রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই, আগামী কয়েকদিনেই তাপমাত্রা কিছুটা কমতে পারে
শীতের আমেজ মিলবে শীঘ্রই, বৃষ্টির সম্ভাবনা নেই, আগামী কয়েকদিনেই তাপমাত্রা কিছুটা কমতে পারে
  • শীতের আমেজ মিলবে শীঘ্রই

  • রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই

  • আগামী কয়েকদিনেই তাপমাত্রা কিছুটা কমতে পারে

VIEW MORE
advertisement
advertisement