মণ্ডপসজ্জা শিল্পী রামচন্দ্র সাহা জানান, “২০ জন স্কুল ছাত্রীকে নিয়ে ‘টিম’ গড়ে মণ্ডপ ও থিম তৈরির কাজ করছি। স্কুলে পড়াশোনার পাশাপাশি তারা সকলেই তার ছবি আঁকা ও সাজসজ্জার প্রশিক্ষণ নেন। এই এলাকার নামিদামি বাজেটের পুজোতে থিম তৈরীর সমস্ত কাজ করছেন এই স্কুল ছাত্রীরা। প্রায় ২৫ দিন ধরে সকাল থেকে রাত পর্যন্ত মণ্ডপে থেকে মণ্ডপ সাজানোর কাজ করছে তারা।”
advertisement
আরও পড়ুন: জঙ্গলমহলে ময়ূর মহল! বাঁকুড়ার প্রত্যন্ত এলাকায় চোখ ধাঁধানো পরিকল্পনা, তাক লাগাবে দুর্গাপুজোয়
মালদহের বুলবুলচণ্ডর মৃত্যুঞ্জয় মেমোরিয়াল ক্লাবের পুজো কমিটির সম্পাদক মধু সিংহ জানান, “বুলবুলচণ্ডর মৃত্যুঞ্জয় মেমোরিয়াল ক্লাবের পুজো জমিদার বাড়ির পুজো হিসাবে পরিচিত। তবে জমিদার বাড়ির পুজো আজ সর্বজনীন। এবছর ৬২তম বর্ষে তাদের পুজোর থিম ‘মাটির ঘরে পুতুল সাজে মা আসছে’।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
হবিবপুরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে বুলবুলচণ্ডীর এই পুজো অত্যতম। প্রায় সাত লক্ষ টাকা খরচে তৈরি হচ্ছে বুলবুলচণ্ডীর মৃত্যুঞ্জয় মেমোরিয়াল ক্লাবের এই পুজোর থিম। পটচিত্র, দেবী দুর্গার মুখোশ, ঘণ্টার মতো উপকরণ দিয়ে সেজে উঠছে মণ্ডপ। স্কুল ছাত্রীদের হাতে তৈরি এই থিম নজর কাড়বে দর্শনার্থীদের বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা। পাশাপাশি এই বয়স থেকেই স্কুল ছাত্রীদের এমন উৎসাহ আগামীতে তাদের বড় পেশাদার সজ্জা শিল্পী হিসেবে গড়ে তুলবে বলে অভিমত অনেকের।