Durga Puja 2025: জঙ্গলমহলে ময়ূর মহল! বাঁকুড়ার প্রত্যন্ত এলাকায় চোখ ধাঁধানো পরিকল্পনা, তাক লাগাবে দুর্গাপুজোয়

Last Updated:

জঙ্গলমহলের মানুষ খুঁজে পাচ্ছেন নতুন বিনোদন। আর্থিকভাবে বিপন্ন জঙ্গলমহলের মানুষের কাছে দূর দূরান্তে গিয়ে ঠাকুর দেখে আসা একটা কষ্টের কারণ।

+
দুর্গাপুজো

দুর্গাপুজো থিম ময়ূর মহল

জঙ্গলমহল, বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: প্রত্যন্ত জঙ্গলমহলে দুর্গাপুজো, আর এই দুর্গা পুজোতে যেন জঙ্গলমহলের মানুষ খুঁজে পাচ্ছেন নতুন বিনোদন। আর্থিকভাবে বিপন্ন জঙ্গলমহলের মানুষের কাছে দূরদূরান্তে গিয়ে ঠাকুর দেখে আসা একটা কষ্টের কারণ। তবে এই বছর বড় বাজেটের থিম কেন্দ্রিক পুজো জঙ্গলমহলের মানুষকে যথেষ্ট আনন্দ দিচ্ছে। প্যান্ডেল তৈরি হচ্ছে, বিশাল প্যান্ডেল সকলে হাঁ করে দেখছেন। তেমনই একটি পুজোর কথা আজকে আপনাদের শোনাব।
ভারতের জাতীয় পাখি ময়ূরের অসামান্য সৌন্দর্য্যেকে তুলে ধরল রাইপুর সার্বজনীন দুর্গাপুজো কমিটি। থিমের নাম দেওয়া হয়েছে ময়ূর মহল। এ বারের পুজোর থিমেও সেই রাজকীয় সৌন্দর্য্যের ছোঁয়া থাকবে! চোখ ধাঁধানো সেই আবহের মাঝেই বিরাজ করবেন মা মহামায়া। তাঁর ঐশ্বরিক রূপ মানুষকে একই সঙ্গে মুগ্ধ ও বিস্মিত করবে বলে আশাবাদী পুজোর উদ্যোক্তারা।
advertisement
advertisement
ময়ূরপুচ্ছ ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গসজ্জার অন্যতম উপকরণ। যার ফলে বৈষ্ণব ধর্মেও ময়ূরপুচ্ছের বিশেষ গুরুত্ব রয়েছে। অন্য দিকে, দেবী দুর্গা হলেন আদি শক্তির এক রূপ। শক্তি-সাধকরা তাঁকে নানা রূপে পুজো করেন। এই প্রেক্ষাপটে বাঁকুড়ার ওই পুজো কমিটির এ বারের শারদোৎসবের আয়োজনে ময়ূরপুচ্ছ সদৃশ সাজসজ্জা ব্যবহার করে আদতে উদ্যোক্তারা দু’টি ভিন্ন ধারার ঐশ্বরিক দর্শনকে এক সূত্রে বাঁধার এক অনন্য প্রয়াস করতে চেয়েছেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উদ্যোক্তারা জানিয়েছেন, বোধন থেকে শুরু করে বিসর্জন – পুজোর এই ক’টা দিন সমস্ত চিরন্তন রীতি মেনেই উমার আরাধনা করা হবে। পাশাপাশি, প্রতি দিন সন্ধ্যায় থাকবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচে, গানে তুলে ধরা হবে বাঙালির ঐতিহ্য, আবেগ ও কৃষ্টি।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: জঙ্গলমহলে ময়ূর মহল! বাঁকুড়ার প্রত্যন্ত এলাকায় চোখ ধাঁধানো পরিকল্পনা, তাক লাগাবে দুর্গাপুজোয়
Next Article
advertisement
West Bengal Weather Update: এগোচ্ছে ঘূর্ণাবর্ত ! নিম্নচাপের বৃষ্টিতে ভাসবে পুজো? কবে কবে বেশি বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন
এগোচ্ছে ঘূর্ণাবর্ত ! নিম্নচাপের বৃষ্টিতে ভাসবে পুজো? কবে কবে বেশি বৃষ্টির পূর্বাভাস, জানুন
  • এগোচ্ছে ঘূর্ণাবর্ত !

  • নিম্নচাপের বৃষ্টিতে ভাসবে পুজো ?

  • পুজোর দিনগুলিতে কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement