Business Idea: তাঁত শিল্পে নয়া ঝড়! লাফিয়ে লাফিয়ে বাড়ছে লাভের অঙ্ক, তাঁতিদের কপাল খুলল নতুন বিজনেস আইডিয়া
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
সভ্যতার উন্নতিতে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার তাঁত। অনেকেই বেছে নিয়েছেন অন্য পেশা, তখনই ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে কিছু তাঁত শিল্পীরা। চেনালেন নিজেদের জাত, শুরু করলেন আসল খেলা।
ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: তাঁতের খট খট শব্দে ঘুম ভাঙত এলাকাবাসীর। তবে সভ্যতার উন্নতিতে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার তাঁত। অনেকেই বেছে নিয়েছেন অন্য পেশা, তখনই ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে কিছু তাঁত শিল্পীরা। চেনালেন নিজেদের জাত, শুরু করলেন আসল খেলা। বাংলার তাঁত শিল্পীরা এবার বুনছেন সিল্ক। পুজোর মরশুমে সিল্কের শাড়ি বানিয়ে বেশ লাভ জুটছে শিল্পীদের। পশ্চিম মেদিনীপুরের এক প্রান্ত রামজীবনপুরে এখন তাঁত শিল্পীদের আয় উপার্জনের ভরসা সিল্কের শাড়ি তৈরি। বিক্রি করার জন্য অন্য জেলায় যেতে হয় তাদের। তবে সরকারিভাবে এলাকায় বিক্রির ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে তাঁত বুনে নয়, তাতে এবার সিল্কের শাড়ি বুনে উপার্জন হচ্ছে শিল্পীদের।
পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন প্রান্তে তাঁত শিল্পীদের বসবাস। সকাল থেকে হাত টানা মেশিনে খটখট শব্দ করে তাঁত বুনে আর্থিকভাবে স্বনির্ভর হতেন বেশ কয়েকটি পরিবার। তবে কালের নিয়ম এই সভ্যতার আলোকে বিলীন হতে বসেছে এই শিল্প। তবে এবার ঘুরে দাঁড়ানোর লড়াই রামজীবনপুরের প্রায় তিন শতাধিক তাঁত শিল্পীদের। বাড়িতে এবার সুতোর কাপড় না বুনে বিশেষ এক সুতো দিয়ে সিল্কের কাপড় তৈরি করছেন তারা। ফুটিয়ে তুলছেন নানা ডিজাইন। ছেলেদের সঙ্গে কাজ করছেন বাড়ির মহিলারাও। সরকারি লোগো লাগিয়ে বিক্রি হচ্ছে অন্যান্য জেলায়। স্বাভাবিকভাবে এর থেকে মুনাফা মিলছে বেশ।
advertisement
আরও পড়ুন: দুর্গন্ধে অতিষ্ঠ হওয়া থেকে মুক্তি, নতুন ইউনিট পেল জঙ্গিপুর হাসপাতাল! হাঁফ ছেড়ে বাঁচলেন বাসিন্দারা
advertisement
পশ্চিম মেদিনীপুরের এক প্রান্তে রামজীবনপুর। একটু গেলেই হাওড়া জেলা। এখানেই বসবাস প্রায় তিন শতাধিক তাঁত শিল্পীদের। তাদের হাতে তৈরি সিল্কের শাড়ি বিক্রি হচ্ছে বেশ কয়েক হাজার টাকায়। বিশ্ব বাংলা লোগো লাগিয়ে বিক্রি হচ্ছে তাদের। স্বাভাবিকভাবে তথাকথিত তাঁত বুনে নয়, এবার এভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা শিল্পীদের।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রসঙ্গত সভ্যতার উন্নতিতে এখন আর হাতের তৈরি এই তাঁতে শাড়ি বোনে না কেউই। বাজারে এসেছে নিত্যনতুন মেশিন। তবে এবার তাঁত শাড়ি নয়, সিল্কের শাড়িতেই লক্ষ্মী লাভ। পুজোর আগে বেশ উপার্জন হচ্ছে রামজীবনপুরের তাঁতিদের।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Medinipur (Midnapore),Paschim Medinipur,West Bengal
First Published :
September 25, 2025 8:56 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: তাঁত শিল্পে নয়া ঝড়! লাফিয়ে লাফিয়ে বাড়ছে লাভের অঙ্ক, তাঁতিদের কপাল খুলল নতুন বিজনেস আইডিয়া