স্যানিটারি ন্যাপকিন তৈরি করে বিক্রি করছেন জেলা স্বাস্থ্য ভবন ও সরকারি হাসপাতালে। মাসে প্রায় লক্ষাধিক ম্যাটারনিটি প্যাড তৈরি করে আয় করছেন লক্ষাধিক টাকা। নিজেরাই কলকাতা থেকে স্যানিটারি ন্যাপকিন তৈরির ম্যাটেরিয়ালস এনে কারখানায় তৈরি করছেন প্যাড। প্রতিদিন প্রায় স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত ১৪ জন মহিলারা কারখানায় স্যানিটারি ন্যাপকিন তৈরি করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ধরছেন পরিবারের হাল।
advertisement
আরও পড়ুন: টানা বৃষ্টি, মাঠে পচছে ফসল, বাজারেও মিলছে না সুরাহা! কঠিন পরিস্থিতিতে অন্নদাতারা, কী যে হবে?
এই কারখানায় তুলো ভাঙা মেশিন সহ একাধিক যান্ত্রিক সরঞ্জাম পরিচালনা করেন মহিলারাই। বর্তমানে কারখানার একটি ইউনিটে ১৪ জন মহিলা মিলে প্রতিদিন প্রায় ২৮০০ টি ম্যাটারনিটি প্যাড তৈরি করেন। মাসে প্রায় ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা আয় করেন একজন মহিলা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মালদহের ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম অঞ্চলের চন্ডিপুর গ্রামে রয়েছে এই মহিলা পরিচালিত স্যানিটারি ন্যাপকিন তৈরির কারখানা। জেলা গ্রাম উন্নয়ন দফতর ও স্বাস্থ্য দফতরের সহযোগিতায় নিয়মিত প্রশিক্ষণ নেওয়ার পর স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নিজ উদ্যোগে তৈরি করেছেন স্যানিটারি ন্যাপকিন তৈরির কারখানা। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এমন উদ্যোগ আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাচ্ছে গ্রাম বাংলার মহিলাদের।
জিএম মোমিন