টানা বৃষ্টি, মাঠে পচছে ফসল, বাজারেও মিলছে না সুরাহা! কঠিন পরিস্থিতিতে অন্নদাতারা, কী যে হবে?

Last Updated:

লাগাতর বর্ষণ। অন্যদিকে বৃষ্টির প্রভাবে ফসল নষ্ট। নেই বাজারমূল্য। কৃষিকাজ মাথায় হাত এখন চাষিদের। ফলে কৃষি জমিতে চরম ক্ষতির মুখে পড়েছেন চাষিরা।

+
অতিবৃষ্টির

অতিবৃষ্টির কারণে ফসল নষ্ট

বহরমপুর: লাগাতর বর্ষণ। অন্যদিকে বৃষ্টির প্রভাবে ফসল নষ্ট। নেই বাজারমূল্য। কৃষিকাজ মাথায় হাত এখন চাষিদের। ফলে কৃষি জমিতে চরম ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। পটল, বেগুন, মুলোর মত চাষে দেখা গিয়েছে রোগের প্রাদুর্ভাব। এমনকি হলদে হয়ে যাচ্ছে কৃষি জমির ফসল। বাজারে পর্যাপ্ত দাম পাওয়া এখন দুস্কর। জমি মাটি ভিজে থাকার ফলে সবজি চাষ নষ্ট হচ্ছে। আর্থিক ক্ষতির মুখে এখন চাষিরা।
জানা গিয়েছে, ঘন ঘন নিম্নচাপ ও টানা বৃষ্টিতে বিপর্যস্ত মুর্শিদাবাদ জেলার কৃষি ব্যবস্থাপনা। গত জুন মাসের শুরু থেকে একাধিকবার জলমগ্ন হয়ে চাষের জমি ও ফসলের চরম ক্ষতি হয়েছে। লাগাতার বৃষ্টির জেরে সর্বনাশ হয়েছে মাঠের সবজি চাষ। তার সঙ্গে উচ্ছে, পটল, ঝিঙা, পুঁইশাক, পালঙশাক, পিঁয়াজ, শিম, বরবটি বিরাট ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন এলাকার কৃষকরা। কৃষকদের কথায়, ‘প্রথমে বীজতলা পচে গেল। ফের তৈরি করলাম, ফের জলের তলায়। এখন আবার কীভাবে করব, বীজতলায় বা পাবো কোথায়?’
advertisement
advertisement
কৃষকদের এও দাবি, আপাতত সবচেয়ে বড় চিন্তা আমন ধান চাষ। বছরের প্রধান ধান চাষের মরশুমেই পরপর বীজতলা নষ্ট হলে তার প্রভাব পড়বে শীতের রবি ফসলের উপরেও। কৃষকরা জানাচ্ছেন, যদি এ বারেও আমন ধানের চাষ পুরোপুরি না হয়, তবে আলু, পেঁয়াজ, টমেটোর মতো রবি ফসল চাষে বড়সড় ক্ষতি হবে। লাগাতার বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে আনাজের ক্ষেতেরও।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া, নওদা, বেলডাঙা সহ বহু আনাজ উৎপাদনকারী অঞ্চল এখন কার্যত শূন্য। ফলে বাজারে চাহিদা থাকলেও যোগান নেই। দাম আকাশছোঁয়া হওয়ায় সাধারণ গৃহস্থদের মাথায় হাত, সংসার চালাতে হিমশিম খাচ্ছেন অনেকে। জেলার কৃষি আধিকারিকরা জানিয়েছেন, “বর্তমানে এই বৃষ্টির জেরেই ফসল জলে নষ্ট হচ্ছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
টানা বৃষ্টি, মাঠে পচছে ফসল, বাজারেও মিলছে না সুরাহা! কঠিন পরিস্থিতিতে অন্নদাতারা, কী যে হবে?
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement