খরাজ থেকে মিষ্টি...! সমাজ গড়তে এবার হাতিয়ার অভিনেতা-অভিনেত্রী, যা করল জঙ্গিপুর পুলিশ
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
সমাজ সচেতনতার লক্ষ্যে এবার এগিয়ে এল জঙ্গিপুর পুলিশ জেলার প্রশাসন। বাংলা সিনেমা জগতের খ্যাতনামা কলাকুশলীদের নিয়ে বেশ কয়েকটি শর্ট ফিল্মের শুভ মহরৎ শুরু।
ফরাক্কা: সমাজ সচেতনতার লক্ষ্যে এবার এগিয়ে এল জঙ্গিপুর পুলিশ জেলার প্রশাসন। বাংলা সিনেমা জগতের খ্যাতনামা কলাকুশলীদের নিয়ে বেশ কয়েকটি শর্ট ফিল্মের শুভ মহরৎ শুরু। এই শর্ট ফিল্মগুলি মূলত সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে তৈরি করা হবে, যেমন সড়ক নিরাপত্তা, নারী সুরক্ষা, মাদক বিরোধী প্রচার, পরিবেশ রক্ষা এবং সাধারণ সামাজিক দায়িত্ববোধ।
জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) সৌমজিত বড়ুয়া, ফরাক্কা থানার আইসি নীলোৎপল মিশ্র, পুলিশের একাধিক আধিকারিক, জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়ের, পার্থ সারথী চক্রবর্তী, অভিনেত্রী মিষ্টি, পরিচালক এবং চলচ্চিত্র জগতের নানা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব অংশ করবেন।
advertisement
advertisement
মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ প্রশাসনের সূত্রে জানা যায়, এই উদ্যোগ সমাজের প্রতিটি স্তরে সচেতনতা ছড়িয়ে দিতে একটি কার্যকরী মাধ্যম হবে। শর্ট ফিল্মের মাধ্যমে সমাজে সচেতনতার বার্তা মানুষের কাছে দ্রুত এবং সহজভাবে পৌঁছে দেওয়া সম্ভব। সমাজে সচেতনতা তৈরি করতে প্রচলিত পদ্ধতির বাইরে বেরিয়ে আমরা ভিসুয়াল মাধ্যমকে বেছে নিয়েছি। সিনেমা মানুষের হৃদয় ছুঁয়ে যায়, তাই সমাজের বাস্তব সমস্যাগুলি তুলে ধরতে এবং সমাধানের পথ দেখাতে এই শর্ট ফিল্মগুলি হবে সবচেয়ে কার্যকরী।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অভিনেতা খরাজ মুখার্জি জানিয়েছেন, “আমরা খুবই আনন্দিত। ফরাক্কারর মত জায়গায় এসে সমাজের জন্য কাজ করতে পেরে। যে শর্ট ফিল্মের শুটিং করা হবে তাতে আগামীদিনে মানুষের কাছে ভাল বার্তা দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য।”
তন্ময় মন্ডল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 29, 2025 1:51 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
খরাজ থেকে মিষ্টি...! সমাজ গড়তে এবার হাতিয়ার অভিনেতা-অভিনেত্রী, যা করল জঙ্গিপুর পুলিশ