আলু চাষের পর কতটা জল ও সার প্রয়োজন? কতদিন পর পর কত পরিমাণে জলসেচ প্রয়োজন? ইত্যাদি একাধিক জৈবিক পদ্ধতি জানালেন কৃষি বিজ্ঞানীরা।
মালদহ কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান বিজ্ঞানী ডঃ দুষ্যন্ত কুমার রাঘব জানান, “এই সময়টা জেলার অধিকাংশ কৃষকরা আলু চাষ করে থাকেন। আলু চাষে অধিক মুনাফা লাভের আশায় চাষ করেন কৃষকরা। তবে সঠিক পদ্ধতি না জানায় অনেক সময় ক্ষতির সম্মুখীন হন। এক্ষেত্রে কৃষকদের আবহাওয়ার দিকে নজর দেওয়া প্রয়োজন। বৃষ্টির সম্ভাবনা মনে হলে অথবা একটি দুটি আলু গাছ নুয়ে পড়তে দেখলে। প্রতিরক্ষার জন্য রিডোমিল গোল্ড ওষুধ স্প্রে প্রয়োজন।”
advertisement
আরও পড়ুনঃ সোনারপুরে শুরু বইমেলা, হরেক বইয়ের স্টলের মাঝে পড়ুয়াদের জন্য চমক বিজ্ঞানের প্রদর্শনী, মিস করবেন না
তিনি আরও জানান, “আলু গাছ রোপনের ৪৫ দিন পর ২ শতাংশ ইউরিয়া সার ব্যবহার করা প্রয়োজন। এক্ষেত্রে কৃষকরা চাইলে এনপিকে সার ব্যবহার করতে পারেন। এই পদ্ধতিগুলি মেনে চললে আলু চাষে অধিক ফলন আসবে এবং কৃষকরা লাভবান হবেন।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এক কৃষক অজিত রাজবংশী জানান, “কৃষি বিজ্ঞানীদের পরামর্শ মতো আলু চাষ করেছি। নিয়মিত কৃষি বিজ্ঞান কেন্দ্রে প্রশিক্ষণ নিয়ে থাকি। আশা করছি আলু চাষে ব্যাপক পালন হবে এবং লাভবান হব।”
মালদহ জেলার গাজোল, হবিবপুর, পুরাতন মালদহ, ইংরেজবাজার-সহ ইত্যাদি ব্লক এলাকায় দেখা দেয় আলু চাষ। শীতের মরশুমে আলু চাষ ভরসা হয়ে থাকে এই এলাকার কৃষকদের। তাই কৃষকদের স্বার্থে কৃষি বিজ্ঞানীদের এমন পরামর্শ ও পরিচর্যার উপায় লাভবান হওয়ার পথ দেখাবে জেলার কৃষকদের।





