জানা গিয়েছে, আহতরা হলেন আব্দুল মাতিন ও মোক্তার আলী। বাড়ি চাঁচল থানার গৌড়হন্ড গ্রাম পঞ্চায়েতের এনায়েত নগর এলাকায়। প্রতিবাদকারী আহতদের অভিযোগ, রাতের অন্ধকারে সরকারি শৌচালয় আর্থ মুভার দিয়ে গুঁড়িয়ে দেন স্থানীয় এক গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী জিয়াউল হক। এই ঘটনা দেখে প্রতিবাদ করতে যান আব্দুল মাতিন ও মোক্তার আলী।
advertisement
প্রতিবাদ করার সময় মোবাইল নিয়ে ক্যামেরা করতে গেলে তাদের উপর চড়াও হয় পঞ্চায়েত সদস্যার স্বামী জিয়াউল হক ও তার দলবল। ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে পঞ্চায়েত সদস্যার স্বামী তার দলবলের বিরুদ্ধে। ধারালো অস্ত্রের কোপে জখম হন আব্দুল মাতিন ও মোক্তার আলী। গুরুতর জখম দুই জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে আশঙ্কাজনক অবস্থায় মোক্তার আলীকে স্থানান্তরিত করা হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন মোক্তার আলি। ঘটনায় আহতরা চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েত সদস্যার স্বামী-সহ আটজনের বিরুদ্ধে। যদিও এই ঘটনায় নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী জিয়াউল হক। এদিকে এই ঘটনার পর থমথমে গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়ন রয়েছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।






