যেখানে চিকিৎসা পরিষেবা দিতে দেখা গেল ডিগ্রিহীন প্রায় পাঁচ থেকে ছয়টি গ্রামীন হাতুড়ে চিকিৎসকদের। দন্ত ব্যথা সহ ছোটখাটো একাধিক শারীরিক সমস্যা নিয়ে এই হাতুড়ে চিকিৎসকদের কাছে ভিড় জমাচ্ছেন হাটে আসা মানুষজন। দাঁত তোলা সহ একাধিক শারীরিক সমস্যার জন্য ওষুধ নিচ্ছেন অনেকে। একটি নয় জেলার বিভিন্ন হাটে রয়েছে তাদের একাধিক চেম্বার।
advertisement
আরও পড়ুন : দেবজ্ঞানে করা হয় পুজো, স্বাধীনতা দিবসে দেওয়া হয় সিঙারা ভোগ! রায় বাড়ির আরাধ্য কে জানেন?
যদিও আসল চিকিৎসাগত ডিগ্রি ছাড়া হাটে এমন চিকিৎসা পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। হাটে আসা এক বাসিন্দা হায়াত জানান, “মানুষদের চিকিৎসার জন্য প্রকৃত চিকিৎসকদের কাছে যাওয়া উচিত। ডিগ্রিধারী প্রশিক্ষিত চিকিৎসকরা আসল চিকিৎসা পরিষেবা দিতে পারবেন। মানুষকে সচেতন হতে হবে। হাতুড়ে চিকিৎসকদের ওষুধ পরিবেশন এবং চিকিৎসা পরিষেবা কতটা কাজে আসবে, তা জানা নেই। তবে ডিগ্রিহীন হাটের এই চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা নিয়ে প্রশাসনের তদন্ত হওয়া প্রয়োজন।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আজও বিভিন্ন গ্রামীন এলাকায় দেখা দেয় ছোট বড় সাপ্তাহিক হাট। হাটে নিত্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি দেখা যায় বিভিন্ন রকম দোকানপাট। তবে খোলা হাটে চিকিৎসকদের মত চেম্বার করে হাতুড়ে চিকিৎসকদের এমন এই চিকিৎসা পরিষেবা ভাবাচ্ছে সকলকে।