TRENDING:

হাটে সবজির সঙ্গে মিলছে চিকিৎসাও, মানুষও ছুটছেন দলে দলে! বিপদ হবে না তো?

Last Updated:

প্রশিক্ষিত চিকিৎসকরা আসল চিকিৎসা পরিষেবা দিতে পারবেন। মানুষকে সচেতন হতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন: শুধু চেম্বার বা হাসপাতাল নয় মালদহে এবারে খোলা হাটেও মিলছে চিকিৎসা পরিষেবা। তবে এমবিবিএস বা এমডি চিকিৎসক নয়। টেবিল সাজিয়ে চেম্বার করে মালদহের হরিশচন্দ্রপুরের গোবরাঘাট হাটে রোগীদের চিকিৎসা পরিষেবা দিচ্ছেন গ্রামের হাতুড়ে চিকিৎসকদের। হাটে বিভিন্ন রকম অস্থায়ী দোকানপাটের পাশাপাশি টেবিল সাজিয়ে চেম্বার‌ করেছেন হাতুড়ে চিকিৎসকরা।
advertisement

যেখানে চিকিৎসা পরিষেবা দিতে দেখা গেল ডিগ্রিহীন প্রায় পাঁচ থেকে ছয়টি গ্রামীন হাতুড়ে চিকিৎসকদের। দন্ত ব্যথা সহ ছোটখাটো একাধিক শারীরিক সমস্যা নিয়ে এই হাতুড়ে চিকিৎসকদের কাছে ভিড় জমাচ্ছেন হাটে আসা মানুষজন। দাঁত তোলা সহ একাধিক শারীরিক সমস্যার জন্য ওষুধ নিচ্ছেন অনেকে। একটি নয় জেলার বিভিন্ন হাটে রয়েছে তাদের একাধিক চেম্বার।

advertisement

আরও পড়ুন : দেবজ্ঞানে করা হয় পুজো, স্বাধীনতা দিবসে দেওয়া হয় সিঙারা ভোগ! রায় বাড়ির আরাধ্য কে জানেন?

যদিও আসল চিকিৎসাগত ডিগ্রি ছাড়া হাটে এমন চিকিৎসা পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। হাটে আসা এক বাসিন্দা হায়াত জানান, “মানুষদের চিকিৎসার জন্য প্রকৃত চিকিৎসকদের কাছে যাওয়া উচিত। ডিগ্রিধারী প্রশিক্ষিত চিকিৎসকরা আসল চিকিৎসা পরিষেবা দিতে পারবেন। মানুষকে সচেতন হতে হবে। হাতুড়ে চিকিৎসকদের ওষুধ পরিবেশন এবং চিকিৎসা পরিষেবা কতটা কাজে আসবে, তা জানা নেই। তবে ডিগ্রিহীন হাটের এই চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা নিয়ে প্রশাসনের তদন্ত হওয়া প্রয়োজন।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

আজও বিভিন্ন গ্রামীন এলাকায় দেখা দেয় ছোট বড় সাপ্তাহিক হাট। হাটে নিত্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি দেখা যায় বিভিন্ন রকম দোকানপাট। তবে খোলা হাটে চিকিৎসকদের মত চেম্বার করে হাতুড়ে চিকিৎসকদের এমন এই চিকিৎসা পরিষেবা ভাবাচ্ছে সকলকে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
হাটে সবজির সঙ্গে মিলছে চিকিৎসাও, মানুষও ছুটছেন দলে দলে! বিপদ হবে না তো?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল