পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম কৌশিক বিশ্বাস। বাড়ি সংশ্লিষ্ট এলাকায়। পরিবারের সদস্যরা জানান, সোমবার দুপুরে কৌশিককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তাঁর আরেক বন্ধু সৌভিক মৃধা। সন্ধ্যা গড়িয়ে এলেও কৌশিক বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা ফোন করতে শুরু করেন। প্রায় চার পাঁচ ঘণ্টা পর কৌশিকের বন্ধু সৌভিক মৃধা ফোন করে বলে কৌশিক অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে।
advertisement
আরও পড়ুন: বিপজ্জনক ফেরিঘাট, থর থর করে কাঁপে প্ল্যাটফর্ম! সুন্দরবনের এই ফেরিঘাট রাতের ঘুম কাড়ছে বাসিন্দাদের
এরপর পরিবারের সদস্যরা মালদহের বাগবাড়ি লক্ষ্মীপুর এলাকায় একটি নির্জন আমবাগানে গিয়ে দেখেন কৌশিককে কোলে করে নিয়ে বসে রয়েছে তার বন্ধু সৌভিক মৃধা। ঘটনায় তড়িঘড়ি কৌশিককে উদ্ধার করে প্রথমে একটি নার্সিংহোম পরে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কৌশিকের মামা নবকুমার সাহা অভিযোগ করে বলেন, “কৌশিককে খুন করেছে তারই বন্ধু সৌভিক মৃধা। বিগত কয়েক বছর আগে শহরের একটি শোরুমে কৌশিক ও সৌভিক একসঙ্গে কাজ করত। এরপর কৌশিক কাজ ছেড়ে দিয়ে ভাল জায়গায় কলকাতায় কাজের সুযোগ পায়। এরপর থেকেই কৌশিকের উন্নতি দেখে হিংসা হত সৌভিকের। সেই হিংসার কারণেই কৌশিককে খুন করেছে সৌভিক বলে অভিযোগ পরিবারের।” এদিকে এই ঘটনায় তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।






