TRENDING:

Malda News: সোশ্যাল মাধ্যমেই ছড়াচ্ছে গুজব! গণপ্রহারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ পুলিশের, সাবধান!

Last Updated:

Malda News: আইনি পদক্ষেপ গ্রহণ করতে চলেছে জেলা পুলিশ প্রশাসন। অর্থাৎ যদি কোন ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই স্থানীয় পুলিশ থানায় জানাতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: সোশ্যাল মাধ্যম থেকে ছড়াচ্ছে গুজব। সত্যতা যাচাই না করেই শুধুমাত্র সন্দেহের বশে, মালদহের বিভিন্ন প্রান্তে ছেলে ধরা সন্দেহে গণপ্রহার অব্যাহত। গত ১৫ দিনে মালদহ শহর থেকে গ্রামাঞ্চলে ঘটছে একের পর এক গণপ্রহারের ঘটনা। অধিকাংশ ক্ষেত্রেই নিরীহ সাধারণ যাযাবর শ্রেণীর মানুষেরা মারধরের শিকার হচ্ছে। অনেকেই না জেনে আইন নিজের হাতে নিয়ে নিচ্ছেন। ঘটনার সত্যতা যাচাই না করেই মারধর করছেন? বা অনেক ক্ষেত্রে এমন ঘটনা ঘটলে পুলিশের দ্বারস্থ না হয়ে সরাসরি মারধর করছেন স্থানীয় মানুষজন।
advertisement

এক্ষেত্রে কিন্তু আইনি পদক্ষেপ গ্রহণ করতে চলেছে জেলা পুলিশ প্রশাসন। অর্থাৎ যদি কোন ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই স্থানীয় পুলিশ থানায় জানাতে হবে। কেউ কোন অন্যায় করলে সাধারণ মানুষ কোন পদক্ষেপ নিয়ে মারধরের ঘটনা ঘটাতে পারে না। গত কয়েকদিন ধরে মালদহে ঘটে চলা একের পর এক গনপ্রহারের ঘটনায় এমনটাই জানালেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব।পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে ইতিমধ্যে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সচেতনতা শিবির প্রচার শুরু হয়েছে জেলা জুড়ে।

advertisement

আরও পড়ুন: বলুন তো, ভারতের কোন শহরে থাকা-খাওয়ার খরচ সবচেয়ে বেশি? নামটা শুনে আশ্চর্য হতেই হবে

View More

জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ধরনের গুজব ছড়াচ্ছে সোশ্যাল মাধ্যমে। অনেক ক্ষেত্রেই বিভিন্ন সোশ্যাল সাইট গুলিতে ভুঁয়ো কিছু খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ বিশেষ করে যুব সমাজ অধিকাংশ সময় সোশ্যাল মাধ্যমে যুক্ত থাকছে। এই ধরনের ভুঁয়ো পোস্ট তাদের প্রবাহিত করছে।‌ তারি জেরে জেলার বিভিন্ন প্রান্তে এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে বলে মনে করছেন জেলা পুলিশ প্রশাসনের কর্তারা। পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, সোশ্যাল মাধ্যমেই গুজব ছড়াচ্ছে। আমরা জেলা জুড়ে সচেতনতার বার্তা দিচ্ছি। কোথাও কোন সন্দেহজনক ব্যক্তিকে দেখতে পেলে স্থানীয়রা যেন পুলিশে খবর দেয় নিজের হাতে আইন যেন না তুলে নেয়।

advertisement

আরও পড়ুন: আধার কার্ড বাতিল হলেও মিলবে সরকারি পরিষেবা! কী করতে হবে এবার, জানিয়ে দিলেন মমতা

তাই ইতিমধ্যে জেলা পুলিশের পক্ষ থেকেও সোশ্যাল মাধ্যম কে হাতিয়ার করে সচেতনতা বাড়ানো হচ্ছে। জেলা পুলিশের পক্ষ থেকেও বিভিন্ন সোশ্যাল মাধ্যমে প্রচার করা হচ্ছে। পাশাপাশি কারা কোথা থেকে কিভাবে সোশ্যাল মাধ্যমে এই ধরনের গুজব ছড়াচ্ছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কোথাও কোন সন্দেহজনক ব্যক্তি মহিলা বা কাউকে দেখলে সরাসরি পুলিশকে খবর দিতে হবে। এই বিষয়ে প্রচারে জোর দিচ্ছে জেলা পুলিশ প্রশাসন। জেলা জুড়ে এই ধরনের গুজব গণপ্রহারের ঘটনা ঘটতে থাকায় জেলার মানুষও অনেকটাই আতঙ্কিত। তাই সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে সচেতন থাকার বার্তা জেলা পুলিশের।

advertisement

—- হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: সোশ্যাল মাধ্যমেই ছড়াচ্ছে গুজব! গণপ্রহারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ পুলিশের, সাবধান!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল