TRENDING:

Malda News: মহিলাকে কটূক্তি, প্রতিবাদ করতেই মাসতুতো ভাইদের এলোপাথাড়ি কোপ! আক্রান্ত একই পরিবারের তিনজন

Last Updated:

Malda News: কটুক্তি করার প্রতিবাদ করায় প্রতিবেশী দুই আত্মীয়ের মধ্যে বিবাদ। ধারালো বস্তুর আঘাতে গুরুতর জখম একই পরিবারের তিনজন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ,‌ জিএম মোমিন: কটুক্তি করার প্রতিবাদ করায় প্রতিবেশী দুই আত্মীয়ের মধ্যে বিবাদ। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম একই পরিবারের তিনজন। হাসপাতালে চিকিৎসাধীন। গ্রেফতার এক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের মালিওর ২ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ তালশুড় কাশ্মিরটোলায়।
মালদহের হরিশ্চন্দ্রপুর থানায় আক্রান্তের পরিবার 
মালদহের হরিশ্চন্দ্রপুর থানায় আক্রান্তের পরিবার 
advertisement

জখম হয়েছে দুই ভাই আব্দুল আলিম ও আলাউদ্দিন সেখ এবং আলাউদ্দিনের মেয়ে মানুয়ারা খাতুন (১৬)। মারধর করার অভিযোগ উঠেছে তিন ভাই সরিফ আলি, মহম্মদ শুকুরুদ্দিন ও নজরুল হক সহ আট জনের বিরুদ্ধে। তাঁরা সম্পর্কে মাসতুতো ভাই। যদিও কটুক্তি করার অভিযোগ অস্বীকার করেছেন সরিফ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে আলাউদ্দিনের ছেলে আকমল হোসেন (১৩) মাঠে ধান দেখতে গিয়েছিলেন।

advertisement

আরও পড়ুন: এত মেশিন, এত উন্নতি! তবুও ভরসা সেই পুরনো রীতিতেই! ভাল ফলনের আশায় মাঠে লক্ষ্মীপুজো করেন কৃষকরা 

অভিযোগ, আকমলকে শুনিয়ে তার মাকে নিয়ে নোংরা কথা বলেন সরিফ। বাড়িতে এসে মাকে জানান কিশোর। সন্ধ্যায় সরিফকে বলতে গেলে দুই পক্ষের মধ্যে বচসা বেধে যায়। তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। অভিযোগ, সরিফরা ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর চড়াও হয়ে এলোপাথাড়িভাবে তিনজনকে কোপাতে শুরু করে। ঘটনায় গুরুতরভাবে জখম হয় তিনজন।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ক্যামেরার পিছনে হোক বা স্টুডিওর আলোয়, সাংবাদিক হতে চাইলে এটি জানুন! কোর্সের খরচ নামমাত্র
আরও দেখুন

এরপর পরিবারের লোকজন তাদের তড়িঘড়ি উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসক তাদের মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে। বর্তমানে তিনজন গুরুতর আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। সূত্র মারফত জানা গিয়েছে, এক অভিযুক্ত নজরুলের স্ত্রী সায়েরা বিবিকে গ্ৰেফতার করেছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: মহিলাকে কটূক্তি, প্রতিবাদ করতেই মাসতুতো ভাইদের এলোপাথাড়ি কোপ! আক্রান্ত একই পরিবারের তিনজন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল