পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন একটি চার চাকা গাড়িতে করে মাধাইপুর এলাকার ১০ জন যুবক ফুটবল খেলার উদ্দেশ্যে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের ঠেঙ্গাপাড়া এলাকায় যাচ্ছিলেন। সেই সময় যাওয়ার পথে দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার জামবাড়ী এলাকায় জাতীয় সড়কে তাদের গাড়িতে পিছন থেকে একটি পিকআপ ভ্যান ধাক্কা মারে। এরপর উল্টো দিক থেকে আসা একটি সরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় খেলোয়াড় বোঝাই গাড়িটি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। আহত হয় আরও সাতজন। বর্তমানে আহত দুইজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মালদহ মেডিক্যাল কলেজে হাসপাতালে এবং বাকিরা রায়গঞ্জ এবং শিলিগুড়ি হাসপাতালে চিকিৎসাধীন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতদের পরিবার-সহ গোটা এলাকায়।