মালদহের ইংরেজবাজার শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে মালদহ নালাগোলা রাজ্য সড়কের ধারে রয়েছে শিব ডাঙি গ্রাম। তবে দূরত্ব উপেক্ষা করে ফি বছর ঐতিহ্যবাহী মন্দিরের টানে ভিড় জমান মালদহ ও দুই দিনাজপুরের হাজার হাজার শিব ভক্ত। বট গাছের ঝুরি দিয়ে ঢাকা মন্দির। সে মন্দিরের মধ্যে রয়েছে শিবলিঙ্গ। কথিত আছে, এশিয়ার মধ্যে শিবডাঙির তিল ভান্ডেশ্বর মন্দিরের শিব লিঙ্গ অন্যতম। মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাসও। জানা যায়, পাল যুগের রাজা মদন পাল এখানে রাজধানী স্থাপন করেছিলেন। সেই থেকে জায়গাটির নাম মদনাবতী।
advertisement
ফি বছরই শ্রাবণের প্রথম সোমবার মন্দিরে পুজো দিতে উপচে পড়া ভিড় দেখা দেয় ভক্তদের। শিব ভক্তদের ভিড় কে কেন্দ্র সেজে ওঠে গোটা মন্দির চত্বর বসে মেলাও। শ্রাবণ মাস জুড়ে এমনই ভিড় থাকবে বলে জানান গ্রামবাসীরা। যদিও ঐতিহ্যবাহী এই শিব মন্দিরকে পর্যটন মানচিত্রে তুলে ধরার দাবিও তুলেছেন গ্রামবাসীরা। এখন দেখার দেশ বিদেশের অন্যান্য শিব মন্দিরের সঙ্গে কবে ঠাঁই হয় শিবডাঙির তিল ভান্ডেশ্বর এই শিব মন্দিরের।
— জিএম মোমিন।