জানা গিয়েছে, আক্রান্ত প্রধান শিক্ষকের নাম বদিউজ্জামান। প্রতিদিনের মতো মঙ্গলবারও সকাল সাড়ে ১০টার আগেই স্কুলে পৌঁছে যান স্কুলের প্রধান শিক্ষক বদিউজ্জামান। তিনি স্কুলে পৌঁছনোর পর স্কুল গেটের সামনে দাঁড়িয়ে থাকার সময় লক্ষ্য করেন স্কুল গেটের ঠিক বাইরে কিছু যুবক ছাত্রীদের নানাভাবে বিরক্ত ও ইভটিজিং করছে। তাই সঙ্গে সঙ্গে তিনি ইভটিজিং-এর প্রতিবাদ করেন।
advertisement
প্রধান শিক্ষক বদিউজ্জামান জানান, “মানিকচকের ধরমপুর এলাকার তিনজন যুবক স্কুলের গেটের সামনে এসে প্রতিদিন স্কুলের ছাত্রীদের নানাভাবে বিরক্ত ও ইভটিজিং করত। এদিন তাদের এই কাণ্ডের প্রতিবাদ করায় তাঁকে মোটরবাইকের চাবি দিয়ে মাথায় আঘাত করে ওই তিন যুবক। মোটর বাইকে করে পালানোর সময় গেটম্যান ও স্থানীয়দের তৎপরতায় মোটর বাইক-সহ একজনকে ধরে ফেলা হয়। বাকি দুইজন পালিয়ে যায়।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে এই ঘটনায় পুলিশকে খবর দেওয়া হলে মানিকচক থানার পুলিশ এসে ওই যুবককে আটক করে বলে জানা গেছে। ঘটনায় মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত প্রধান শিক্ষক বদিউজ্জামান। প্রকাশ্য দিবালোকে এমন ঘটনায় স্কুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এদিকে এই ঘটনার পর পলাতক দুই যুবকের খোঁজে তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।






