Tourist Spot: কলকাতার খুব কাছেই মন ভাল করার স্পট, শীতের মিষ্টি সন্ধ্যায় প্রিয়জনকে নিয়ে কাটবে নিরিবিলি সময়! রইল ঠিকানা

Last Updated:

Tourist Spot: অনলাইনে বুকিং করতে পারবেন। খাওয়া দাওয়া সমেত প্রতিটি কটেজের দামও নাগালের মধ্যে। তাই আপনি যদি ঘুরে আসার পরিকল্পনা নিয়েছেন একবার একটা দিন ঢুঁ মেরে যান প্রকৃতির কোলে থাকা এই ফুড়ুৎ ক্যাম্প।

+
প্রকৃতির

প্রকৃতির মাঝে ফুড়ুৎ ক্যাম্প

মেদিনীপুর, রঞ্জন চন্দ: একটা কোথাও জায়গা, যেখানে অন্তত শান্তি মেলে। নেই যানবাহন কিংবা ব্যস্ততা, নেই হাঁক-ডাক, নেই কোলাহল। যতদূর চোখ যাবে ততদূরই শুধু সবুজ আর সবুজ। সবুজে ঘেরা গভীর জঙ্গল এক্সপ্লোর থেকে একটা দিন প্রকৃতির সঙ্গে কাটান এখানে এসে। রাত হলেই শেয়াল কিংবা বন্য জন্তুর আওয়াজ, সম্পূর্ণ পরিবেশ বান্ধব টেন্ট, চারিদিকে নিস্তব্ধতা সব মিলে এক দারুণ পরিবেশ। ছোট ছোট ছেলেমেয়েদের জন্য দারুণ জায়গা। শুধু তাই নয়, সারাদিন অফিস করে ক্লান্ত। খাওয়া-দাওয়া মিলে পরিবেশের মধ্যে সময় কাটান এখানে এসে, এক নিখাদ আনন্দ পাবেন। সামান্য খরচে এখানে।
সবুজ গাছ, নিস্তব্ধতা, জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ান, একদিন কাটিয়ে ফিরুন নিজের কাজে। এমন সুন্দর জায়গার খোঁজ করেন সকলে। কলকাতার খুব কাছে এমন সুন্দর পরিবেশবান্ধব উপাদান দিয়ে সাজান গোছান এমন জায়গা মন ভাল করে দেবে। কলকাতার খুব কাছে মেদিনীপুর সদরের গুড়গুড়িপাল এলাকায় রয়েছে নেচার ক্যাম্প এই ফুড়ুৎ ক্যাম্প। জঙ্গলের খুব কাছে বেশ কয়েকটি কটেজ। দিনের আলোর তুলনায় রাতে আরও মোহনীয় রূপ নেয়। থাকে ক্যাম্প ফায়ারের সুবিধা।
advertisement
advertisement
এখানে নেই, প্লাস্টিকের ব্যবহার। ফেলে দেওয়া নানা উপাদান দিয়ে সাজান হয়েছে পুরো এলাকা। রাতে নেই তারস্বরে মাইক বাজানোর অনুমতি। রাতে প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রকৃতির অনন্য রূপ উপভোগ করতে চাইলে এই জায়গা পারফেক্ট, তাও আবার কলকাতার কাছেই পশ্চিম মেদিনীপুরে। বাইরে গিয়ে খাবারের প্রয়োজন নেই। এক্সপ্লোর করতে পারবেন গোটা পরিবেশ, মন ভাল করার ঠিকানা এই জায়গা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অনলাইনে বুকিং করতে পারবেন। খাওয়া দাওয়া সমেত প্রতিটি কটেজের দামও নাগালের মধ্যে। তাই আপনি যদি ঘুরে আসার পরিকল্পনা নিয়েছেন একবার একটা দিন ঢুঁ মেরে যান প্রকৃতির কোলে থাকা এই ফুড়ুৎ ক্যাম্প। না দেখলে মিস করবেন।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Tourist Spot: কলকাতার খুব কাছেই মন ভাল করার স্পট, শীতের মিষ্টি সন্ধ্যায় প্রিয়জনকে নিয়ে কাটবে নিরিবিলি সময়! রইল ঠিকানা
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ! রাজ্যে কমতে পারে রাতের তাপমাত্রা
বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ! রাজ্যে কমতে পারে রাতের তাপমাত্রা
  • বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় !

  • রাজ্যে কমতে পারে রাতের তাপমাত্রা

  • তার প্রভাব পশ্চিমবঙ্গের আবহাওয়ার উপরে সরাসরি পড়বে না

VIEW MORE
advertisement
advertisement