SBSTC New Bus Service: বীরভূমের প্রান্তিক এলাকায় চালু নতুন বাস রুট, সহজেই হবে সিউড়ি যাতায়াত! সময়সূচি জানিয়ে দিল SBSTC

Last Updated:

Birbhum SBSTC New Bus Service: এবার যোগাযোগ ব্যবস্থা হবে আরও উন্নত। মূলত জেলার প্রান্তিক এলাকাগুলির সঙ্গে বীরভূমের সদর শহর সিউড়ির যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত এবং সহজ করতে নতুন বাস রুটের সূচনা হল।

নতুন বাসের উদ্বোধন
নতুন বাসের উদ্বোধন
বীরভূম, সৌভিক রায়: এবার যোগাযোগ ব্যবস্থা হবে আরও উন্নত। মূলত জেলার প্রান্তিক এলাকাগুলির সঙ্গে বীরভূমের সদর শহর সিউড়ির যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত এবং সহজ করতে নতুন বাস রুটের সূচনা হল। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (SBSTC) এই বাস পরিষেবার সূচনা হল পাইকর থানার অন্তর্গত মিত্রপুর গ্রাম থেকে। উদ্বোধন করেন মুরারই বিধানসভার বিধায়ক মোশারফ হোসেন। উপস্থিত ছিলেন মুরারই দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মোক্কামেল হোসেন, সমিতির পূর্ত ও পরিবহণ কর্মাধ্যক্ষ ফারহানুল হক প্রমুখ।
প্রশাসন সূত্রে খবর, বীরভূমের মুরারই দুই নম্বর ব্লকের মধ্যে রয়েছে মিত্রপুর, পাইকর, হিয়াতনগর-সহ বেশ কয়েকটি গ্রাম। প্রধানত চাষি, রাজমিস্ত্রি ও দিনমজুরদের বসবাস। এত দিন প্রান্তিক এই এলাকার সঙ্গে সিউড়ির যোগাযোগের জন্য কোনও বাস ছিল না। কারণ সিউড়ির মধ্যে রয়েছে একাধিক প্রশাসনিক ভবন, জেলাশাসক অফিস ইত্যাদি। চালু হওয়া বাসরুটটি মুর্শিদাবাদের ওমরপুর থেকে সিউড়ি পৌঁছবে। প্রশাসন সূত্রে খবর, বাসটি ওমরপুর থেকে ছেড়ে এসে মিত্রপুর, পাইকর মুরারই হয়ে রামপুরহাট ঢুকবে। সেখান থেকে সিউড়ি পৌঁছবে।
advertisement
advertisement
এলাকাবাসীরা জানান, নানা কাজে সিউড়ি যেতেই হয়। এ রুটি চালু হওয়ায় কম খরচে কম সময়ে সদরে পৌঁছনো যাবে। জানা যায়, বাসটি প্রত্যেকদিন সিউড়ি থেকে ভোর ৪:৪৫-এ ছেড়ে ওমরপুর পৌঁছবে সকাল ৭:৩৫ নাগাদ। ওমরপুর থেকে সকাল ৭:৪৫ এ ছেড়ে ১০:৪০ পৌঁছবে সিউড়ি। আবার পুনরায় সিউড়ি থেকে সকাল ১১ টায় ছেড়ে দুপুর ২ টো নাগাদ ওমরপুর পৌঁছবে। আবার ওমরপুর থেকে বিকেল ৩:০৫ নাগাদ ছেড়ে সিউড়ি পৌঁছবে সন্ধ্যা ৬টা নাগাদ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মিত্রপুরের এক বাসিন্দা জানান, “মহকুমার অফিসের একাধিক কাজ রামপুরহাটে করতে যেতে হয়। আবার অনেক ক্ষেত্রে সিউড়িও যেতে হয়। এ বাস চালু হওয়ায় অনেকটা সুবিধা হবে, সময়ও অনেকটা বাঁচানো সম্ভব হবে”। বিধায়ক মোশারফ হোসেন বলেন, “এই বাসে করে সকালে সদরে পৌঁছে কাজ করে আবার ফিরে আসা যাবে। আগামীতে রাজগ্রাম থেকে সিউড়ি বাস পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে।” আনুষ্ঠানিক ভাবে ফিতে কেটে বাসরুটের সূচনা করেন বিধায়ক।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
SBSTC New Bus Service: বীরভূমের প্রান্তিক এলাকায় চালু নতুন বাস রুট, সহজেই হবে সিউড়ি যাতায়াত! সময়সূচি জানিয়ে দিল SBSTC
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement