এদিন মালদহ জেলার চাঁচলের মহানন্দপুর, ভগবানপুর, খরবা, মতিহারপুর এলাকার কৃষি জমি পরিদর্শন করেন আধিকারিক ও জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ। সেখানে কৃষকদের যাবতীয় সমস্যা শুনে সমাধানের আশ্বাস দেন। এক কৃষক শরিফুদ্দিন আহমদ জানান, “সারা বছরই কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতে হয়। এলাকায় ভুট্টা, পাট, ধান ইত্যাদি বিভিন্ন রকম ফসল চাষ করা হয়। প্রায় ১০০ বিঘার বেশি কৃষি জমি রয়েছে এলাকায়। যেখানে জল সংকট রয়েছে। তাঁরা চান দ্রুত এই সমস্যাটি সমাধান হোক।”
advertisement
আরও পড়ুন: পোনা মাছ ধরার জালে দৈত্যাকার কচ্ছপ, তুলতে গিয়ে হিমশিম খেলেন মৎস্যজীবী! ওজন জানলে মাথা ঘুরে যাবে
মালদহ জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম জানান, ” ইতিমধ্যে ওই এলাকায় প্রায় ১৫০ বিঘা জমির জন্য আর.এল.আই প্রকল্পের মাধ্যমে আধুনিক যন্ত্র ও পাইপলাইন বসানো হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে আরও ১০০ বিঘা জমির জন্য বরাদ্দ করা হয়েছে। তারই আগে পরিকল্পনা গুলি খতিয়ে দেখতে পরিদর্শন করা হচ্ছে কৃষি জমিগুলি।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কৃষি কাজ নির্ভরশীল জেলা মালদহ। ছোট থেকে বড় একাধিক নদী বয়ে গেছে এই জেলার ওপর দিয়ে। গঙ্গা, মহানন্দা, কালিন্দ্রি, টাঙ্গন ইত্যাদি বড় নদী রয়েছে জেলায়। ঠিক একইভাবে মালদহের চাঁচল এলাকা দিয়ে বয়ে গেছে মহানন্দা। তাই কৃষকদের সুবিধার্থে মহানন্দা নদী তীরবর্তী কৃষি জমিগুলিতে আর.এল.আই প্রকল্পের মাধ্যমে জল সরবরাহ করে সমস্যা সমাধান করা হবে কৃষকদের।





